সিপিআই(এমএল) লিবারেশনের জেলা সম্মেলন উপলক্ষ্যে বিহারে গত ৮ সেপ্টেম্বর ফুলওয়ারি শরিফে আয়োজিত সাম্প্রদায়িকতা-বিরোধী নাগরিক কনভেনশনে সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেন, বিজেপির মতো ফ্যাসিস্ট শক্তিকে কেবলমাত্র সরকারি ক্ষমতা থেকে অপসারিত করাই যথেষ্ট নয় বরং তাকে জনসমাজেও নির্মূল করতে হবে। বিহার যে পথ দেখাচ্ছে সেই পথ অনুসরণ করলে আমরা অবশ্যই ২০২৪-এ বিজেপি শাসনের বিপর্যয় থেকে দেশকে মুক্ত করতে সমর্থ হব। সিপিআই(এমএল) নেতৃত্ব ছাড়াও মহাগঠবন্ধনের বিভিন্ন নেতানেত্রীরা নাগরিক কনভেনশনে সামিল হয়েছিলেন। তাঁরা সকলে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সার্বিক লড়াই গড়ে তোলার ও বিজেপিকে পরাস্ত করার অঙ্গীকার করেন। দীপঙ্কর ভট্টাচার্য আরও বলেন, বিরোধী ঐক্য গড়ে তোলার বিষয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সাথে সদর্থক আলোচনা হয়েছে। একদিকে বিরোধী দলগুলির জোট এবং অন্যদিকে রাস্তার আন্দোলনে বিভিন্ন অংশের জনগণের ঐক্য — এই দ্বিমুখী বিরোধী ঐক্য নিশ্চিত করলে ২০২৪ সালে আমরা অবশ্যই বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করতে সমর্থ হব।
বিজেপি বলে বেড়াচ্ছে, বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ কে হবে? আমরা বলব, সংসদীয় গণতন্ত্রে ভোটাররা সাংসদদের নির্বাচিত করবেন, সেখান থেকেই উঠে আসবে প্রধানমন্ত্রীর মুখ। মূল বিষয় হল বিজেপির মতো ফ্যাসিস্ট শক্তির গ্রাস থেকে দেশের গণত্রন্ত্র ও সংবিধানকে রক্ষা করা, যে বিজেপি দেশের সব সম্পদকে আদানি আর আম্বানিদের কাছে বেচে দিচ্ছে। দীপঙ্কর বুলডোজার রাজ, কর্মনিযুক্তি, শিক্ষা, এমএসপি, এনএআরইজিএ ইত্যাদি প্রশ্নে বর্তমান সরকারকে পূর্বতন সরকারের সাথে পার্থক্যরেখা স্পষ্টভাবে ফুটিয়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। রাজ্য সরকারের পক্ষ থেকে কেবল সিবিআই হানার বিরুদ্ধে কথা বললেই হবে না, এনআইএ হানার বিরুদ্ধেও আওয়াজ তুলতে হবে বলে মন্তব্য করেন। দলিত ও মুসলমানদের নিশানা বানিয়ে যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জোরালো আহ্বান ওঠে কনভেনশন থেকে।