খবরা-খবর
বাবুলাল বিশ্বকর্মকারের শহীদ দিবস পালন
Martyr's day celebration

নকশালবাড়ি অঞ্চলের হাতিঘিষা গ্রাম পঞ্চায়েতের হোচাইমল্লিক জোতে বাবুলাল বিশ্বকর্মকারের ৫৪তম শহীদ দিবস পালিত হয়। ১৯৬৮ সালে ৮ সেপ্টেম্বর বাবুলাল বিশ্বকর্মকারকে পুলিশ হত্যা করে। শহীদ দিবসে বিভিন্ন নকশালপন্থী গোষ্ঠী — নকশালবাড়ি আন্দোলনের কিংবদন্তি নেত্রী শান্তি মুন্ডা, সুনীতি বিশ্বকর্মকার প্রমুখ অংশগ্রহণ করেন। সিপিআই(এমএল) লিবারেশনের দার্জিলিং জেলা সম্পাদক পবিত্র সিংহ সহ জেলা নেতৃবৃন্দ থাকেন। শরৎ সিংহ বাবুলাল বিশ্বকর্মকারকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন। সভায় বক্তব্য রাখেন পার্টির রাজ্য কমিটি সদস্য বাসুদেব বসু ও সংগ্রামী শ্রমিক কৃষক মঞ্চের রতন দে প্রমুখ। সভা পরিচালনা করেন নকশালবাড়ি আন্দোলনের অন্যতম যোদ্ধা নাথুরাম বিশ্বাস।

খণ্ড-29
সংখ্যা-36