দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের অস্থায়ী শ্রমিকরা গত ১৮ সেপ্টেম্বর থেকে বেতন বৃদ্ধি, সমকাজে সমমজুরি, চাকরির স্থায়ীত্বকরণ ও মাসে ২৬ দিন কাজের দাবিতে যে লড়াই চালাচ্ছেন তার প্রতি সমর্থন জানিয়ে আজ দুর্গাপুরের এসবিএসটিসি নিগমের সদর দপ্তরের সামনে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সিআইটিইউ-এর পরিবহন শিল্পের নেতা জীবন সাহা, এআইসিসিটিইউ-এর রাজ্য নেতা সোমনাথ চ্যাটাজী সহ বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রাখেন।
এআইসিসিটিইউ নেতা দিবাকর ভট্টাচার্য জানালেন পরিবহন মন্ত্রী কিছু মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন। দাবি জানানো হয়েছে যে অবিলম্বে লিখিতভাবে পরিবহন দপ্তরের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিতে হবে। শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করবেন কিনা সেই সিদ্ধান্ত তারপরই নেওয়া হবে।