সিপিআই(এমএল) সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য গত ১১ সেপ্টেম্বর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যনির্বাহী সভাপতি শ্রী হেমন্ত সরেনের সাথে রাঁচিতে তাঁর বাসগৃহে দেখা করেন। তাঁর সাথে ছিলেন দলের ঝাড়খণ্ড রাজ্য সম্পাদক মনোজ ভক্ত ও বিধায়ক বিনোদ সিংহ। আলোচনা কেন্দ্রীভূত ছিল মূলত রাজ্যের খরা পরিস্থিতি, এনআরইজিএ-র বকেয়া মজুরি, নেতারহাট ফিল্ড ফায়ারিং রেঞ্জ প্রত্যাহার, বনাধিকার আইন জোরদার করা, রেশন ব্যবস্থা শক্তিশালী করা ইত্যাদি। রাজ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে রাজভবনের মধ্যে দিয়ে বিজেপি যে ষড়যন্ত্র রচনা করেছে সে সম্পর্কেও আলোচনা হয়। আলোচনা হয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির ওপর বিজেপির আক্রমণের বিরুদ্ধে এবং বিরোধী নেতা ও আন্দোলনকর্মীদের ওপর ধারাবাহিক হামলার বিরুদ্ধে জোটবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা প্রসঙ্গে। মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন রাজ্যের বিভিন্ন জ্বলন্ত ইস্যুতে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। মোদী সরকারের জনবিরোধী কাজকর্মের বিরুদ্ধে জেএমএম ও বাম দলগুলির একসাথে কাজ করার বিষয়েও জোর দেন তিনি।