বকেয়া একশো দিনের কাজের মজুরি প্রদান সহ কয়েক দফা দাবিতে গঙ্গাজলঘাঁটির বিডিও’র কাছে স্মারকলিপি দিল বাঁকুড়া জেলা আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ। ল্যাম্প অফিসের সামনে থেকে আদিবাসী মানুষজন মিছিল করে বিডিও অফিসে আসেন। তাদের মূল দাবি, “কেন্দ্র- রাজ্য বুঝি না, কাজ করেছি তার বকেয়া মজুরি অবিলম্বে মিটিয়ে দাও”, “কাজ চাই কাজ দাও।” যেসব দাবি তুলে ধরা হয় তা হল –
১) অবিলম্বে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি প্রদান করে সব গ্রামে কাজ চালু কর।
২) দখলিকৃত বনের চাষ জমির পাট্টা ও পরচা ব্যবস্থা করতে হবে।
৩) উখরাডিহি হাইস্কুল থেকে বেলাবনী সহ অন্যান্য কাঁচা রাস্তা পাকা করতে হবে।
৪) আদিবাসীদের ধর্মীয় স্থানগুলো প্রাচীর দেওয়ার ব্যবস্থা করতে হবে।
৫) প্রতিটি গরিব আদিবাসীদের ‘পাকা বাড়ির’ ব্যবস্থা দ্রুত সম্পন্ন করতে হবে।
৬) আদিবাসীদের ধর্মীয় অনুষ্ঠানে (বাহা, সহরা, কারাম) সরকারী অনুদান দিতে হবে।
৭) অগভীর নলকূপের মাধ্যমে প্রতিটি আদিবাসী গ্রামে পানীয় জলের ব্যবস্থা করতে হবে।
৮) আদিবাসী সমাজের সামাজিক ব্যবস্থার পঞ্চভদ্রদের মাসিক ভাতার ব্যবস্থা করতে হবে।
৯) আধার কার্ড সংযুক্তির নামে কোন আদিবাসীদের বঞ্চিত করা যাবে না।