সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির মেমারি ১নং ব্লক কমিটির পক্ষ থেকে বিডিও অফিসে ১৫ সেপ্টেম্বর এক গণডেপুটেশন দেওয়া হয়।
ডেপুটেশনের দাবি ছিল — ১০০ দিনের কাজ, বকেয়া মজুরি, আদিবাসী পাড়ায় শৌচগার, রাস্তা-আবাস যোজনার ঘর, পানীয় জল, তপশীলি জাতি/উপজাতিদের শংসাপত্র দিয়ে পেনশন দেওয়া ও ঘরে ঘরে বিনামূল্যে বিদ্যুতের ব্যবস্থা করা।
ডেপুটশনে নেতৃত্ব দেন আয়ারলার পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য সাধন কর্মকার। বিডিও অফিসে ডেপুটেশন চলাকালীন সভায় বক্তব্য রাখেন পার্টি জেলা কমিটি সদস্য কুণাল বক্সী, এছাড়াও উপস্থিত ছিলেন আয়ারলার রাজ্য সভাপতি সজল পাল ও আরওয়াইএ-র জেলা সম্পাদক সুবীর মল্লিক ও অন্যান্য নেতৃবৃন্দ।