চিলির প্রস্তাবিত প্রগতিশীল সংবিধান একটি গণভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছেন দেশটির নাগরিকরা। পাস হলে এ জাতীয় সনদ হোত বিশ্বের অন্যতম প্রগতিশীল সংবিধান। বিবিসি সহ বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম চিলি ইলেক্টোরাল সার্ভিসের তথ্য অনুসারে জানিয়েছে যে ৬২ শতাংশ ভোটার প্রস্তাবিত সংবিধান প্রত্যাখ্যান করেছেন। পক্ষে ভোট পড়েছে ৩৮ শতাংশ। প্রস্তাবিত এই সংবিধানের পক্ষে ছিলেন বামপন্থী প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ।
সংবিধানের ৩৮৮টি অনুচ্ছেদের মধ্যে উল্লেখযোগ্য ছিল বিস্তৃত সামাজিক অধিকার, বর্ধিত পরিবেশ বিধিমালা ও সরকারের ওপর সমাজকল্যাণ কর্মসূচি বাস্তবায়নের ব্যাপকতর দায়িত্ব। এতে লিঙ্গসমতা ও আদিবাসী প্রতিনিধিদের জন্য সংরক্ষিত আসনের বিষয়টিও প্রস্তাব করা হয়েছিল। সবচেয়ে প্রগতিশীল হিসেবে পরিচিত রাজধানী সান্তিয়াগো এবং তার পৌর এলাকাসহ চিলির সব প্রদেশেই প্রস্তাবিত সংবিধান প্রত্যাখ্যাত হয়।