৪ সেপ্টেম্বর সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির ৭ম হাওড়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় মধ্য হাওড়ার ঘোষপাড়া এলাকায়। পতাকা উত্তোলন করেন সমিতির নেত্রী সবিতা কোলে, শহীদদের স্মরণে মাল্যদান ও নীরবতা পালন করা হয়। শুরুতে গণসঙ্গীত পরিবেশন করেন পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের সুষমা মুখার্জী ও মাধব মুখার্জী। সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রাস্মিতা চৌধুরী। চন্দ্রাস্মিতা এবং রাজ্য সম্পাদিকা ইন্দ্রানী দত্তের বক্তব্য সম্মেলনকে প্রাণবন্ত করে। বক্তব্য রাখেন এআইএসএ’র হাওড়া জেলা সম্পাদক অঙ্কিত মজুমদার। সিপিআই(এমএল) লিবারেশনের হাওড়া জেলা সম্পাদক দেবব্রত ভক্ত তাঁর বক্তব্যে আশা প্রকাশ করেন যে আগামী দিনে সমিতি আরও শক্তিশালী হবে। সম্মেলনে আগত প্রতিনিধি সংখ্যা ছিল ষাটের ঊর্ধ্বে। উপস্থিত প্রতিনিধিদের মধ্যে ১৫ জন তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন। সবশেষে ২৯ জন কাউন্সিল মেম্বার এবং ৯ জন একজিকিউটিভ মেম্বার নির্বাচিত হন। সমিতির সভানেত্রী নির্বাচিত হন সেরিনা সেখ, সহ-সভানেত্রী সবিতা কোলে, সম্পাদিকা পুনর্নির্বাচিত হন কল্যাণী গোস্বামী এবং সহ-সম্পাদিকা সুষমা মুখার্জি। অর্থ দপ্তরের দায়িত্বশীল নির্বাচিত হন অঞ্জনা মন্ডল। সম্মেলনের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আগামী দিনে সমিতিকে শক্তিশালী করার সংকল্প নিয়ে আন্তর্জাতিক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি হয়।