৫ আগষ্ট বিপ্লবী কবি-সাংবাদিক সরোজ দত্তের ৫১তম শহীদ দিবসে এই প্রবাদপ্রতিম রাজনৈতিক নেতাকে স্মরণ করে মহকুমাশাসকের দপ্তরেই শহীদবেদীতে মাল্যদান করে জনগণের একগুচ্ছ দাবি সম্বলিত স্মারকলিপি দেয় সিপিআই(এমএল) লিবারেশনের বিষ্ণুপুর লোকাল কমিটির সদস্যরা। গত একমাস ধরে বিষ্ণুপুরের বিভিন্ন ওয়ার্ডে সমীক্ষা করেন তাঁরা। সমীক্ষার সময় পাড়ার লোকজনের স্বতঃস্ফূর্ত যোগদান এই অভিযানের ইতিবাচক দিক।
দাবিগুলো হল, রেশন কার্ডের সাথে আধার লিঙ্কের নামে কোনো গরিব মানুষের নাম বাদ দেওয়া চলবে না। বস্তিবাসী মানুষ, বিশেষ করে মহিলাদের শৌচকর্মের জন্য প্রতি বস্তিতে শৌচাগার নির্মাণ করতে হবে। বস্তিগুলির মধ্যে ছোট ছোট জলাশয় সংস্কার করে পাড় বাঁধাই সহ নিকাশি নালার সংস্কার করতে হবে। এছাড়া সাফাই কর্মীদের সরকার নির্ধারিত নুন্যতম মজুরি ও পুজো অনুদান দিতে হবে। অবিলম্বে সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতির দ্রুত তদন্ত সহ বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ দিতে হবে।
ঐ কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআই(এমএল) লিবারেশনের বিষ্ণুপুর লোকাল কমিটির সদস্য দিলবার খান, সম্পাদক তিতাস গুপ্ত, রাজ্য কমিটি সদস্য ফারহান হোসেন খান প্রমুখ।