শ্রম দপ্তরের ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী ১৪জন ছাঁটাই শ্রমিক সহ তিন শতাধিক ছাঁটাই শ্রমিককে কাজে ফিরিয়ে নেওয়ার দাবিতে এবং রাষ্ট্রীয় পরিবহন শিল্পকে কর্পোরেট সংস্থার হাতে তুলে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে এআইসিসিটিউ-এর পক্ষ থেকে ধর্মতলায় লেনিন মূর্তির সামনে আজ অবস্থান ও পথসভা সংগঠিত করা হয়। এই সভায় বক্তব্য রাখেন এআইসিসিটিইউ-এর রাজ্য সম্পাদক কমরেড বাসুদেব বোস, রাজ্য সভাপতি কমরেড অতনু চক্রবর্তী, কলকাতা জেলার সম্পাদক কমরেড দিবাকর ভট্টাচার্য, অল ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট সংগ্রামী শ্রমিক কর্মচারী ইউনিয়নের গৌরাঙ্গ সেন, তুহিন কয়াল, নন-পেনশন অ্যাসোসিয়েশনএর পক্ষ থেকে মধুসূদন চক্রবর্তী প্রমুখ। সভায় গণসঙ্গীত পরিবেশন করেন পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের রাজ্য সম্পাদক কমরেড নীতীশ রায়। অবসরপ্রাপ্ত সকল কর্মীদের বকেয়া টাকা, গ্র্যাচুইটি ও পেনশনের দাবিতে শ্রমিকেরা এই সভায় সোচ্চার হন। বিগত পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমলে শুধুমাত্র ট্রাম কোম্পানির প্রায় সাড়ে চারশো কাঠা জমি মাত্র আড়াইশো টাকায় ব্যক্তি মালিকানাধীন সংস্থার হাতে তুলে দেওয়া হয়৷ সেই টাকা পরিবহন শিল্পের পুনরজ্জীবনের জন্য খরচ করা হল না। সভা থেকে বক্তারা প্রশ্ন তুলেছেন, সেই টাকা কোন খাতে ব্যয় করা হল রাজ্যের মানুষের কাছে আজও অজানা কেন!
এইদিন এআইসিসিটিউ-এর পক্ষ থেকে রাষ্ট্রীয় পরিবহন শিল্পের দুর্নীতির সিআইডি তদন্ত দাবি করে, শিল্পের সমস্যা এবং অন্যান্য দাবিসমূহ সূত্রায়িত করে লিখিত আকারে মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানানো হয়েছে।
- ত্রিয়াশা