গত ৫ আগস্ট ও ৬ আগস্ট প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় শাসক দল টিএমসির ছাত্রসংগঠনের সন্ত্রাসী বাহিনী। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের লেখা ব্যানার পুড়িয়ে ফেলে তারা। শুধু প্রেসিডেন্সিতে নয়, কলেজস্ট্রিট চত্তর জুড়ে হামলা চালায় এই সন্ত্রাসবাহিনী। প্রেসিডেন্সির মেইন গেট আটকে চলে হামলা। পড়ুয়াদের মারধরের হুমকি দেওয়া হয়, মহিলাদের ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়। এইখানেই থেমে থাকেনি ওরা, রাস্তায় প্রেসিডেন্সির পড়ুয়াদের উপর চলে শারীরিক নির্যাতন। এই হামলার প্রতিবাদে ৬ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইসা ইউনিটের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ৪ নং গেটের সামনে এক প্রতিবাদ সভা আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন ইউনিটের সদস্য আকাশ গুপ্তা এবং রাজীব হালদার। সভাটি সঞ্চালনা করেন বর্ষা বড়াল।
এরপর টিএমসির এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রেসিডেন্সির সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এক প্রতিবাদী নাগরিক মিছিলের ডাক দেওয়া হয় ৮ আগস্ট। গর্জে ওঠে সমস্ত পড়ুয়াসমাজ। রাজপথের দখল নেয় শয়ে শয়ে পড়ুয়া। বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটির পড়ুয়ারা এই মিছিলে পা মেলান। স্লোগানে স্লোগানে কেঁপে ওঠে কলেজ পাড়া। মিছিল শুরু হয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে এবং শেষ হয় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। মিছিল জানান দেয় যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বা কলেজপাড়া কোনও সন্ত্রাসীদের হাতে ছেড়ে দেবে না ছাত্রছাত্রীরা। শিক্ষাক্ষেত্রে শাসকের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনও মূল্যে প্রতিরোধ খাড়া করা হবে।