২০ আগস্ট শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সভাঘরে সিপিআই(এমএল) লিবারেশনের দার্জিলিং জেলার প্রয়াত নেতা কমরেড মোজাম্মেল হকের স্মরণসভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বামপন্থী দল, সামাজিক সংগঠনের উপস্থিতি ও উপচে পড়া ভীড় ছিল দেখবার মতো। এই জননেতার প্রতি পার্টির রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার, দার্জিলিং জেলা সম্পাদক পবিত্র সিংহ সহ জেলা কমিটির সদস্যবৃন্দ, জলপাইগুড়ি জেলা সম্পাদক ভাস্কর দত্ত সহ জেলা নেতৃত্ব, আলিপুরদুয়ার জেলা সম্পাদক চঞ্চল দাস সহ জেলা নেতৃত্ব, বিভিন্ন বামপন্থী দল, গণসংগঠন ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। স্মরণসভা পরিচালনা করেন পুলক গাঙ্গুলি, শরৎ সিংহ ও গৌরী দে। গণসঙ্গীত পরিবেশন করেন রনজিৎ মুখার্জি ও মীরা চতুর্বেদী। শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন পার্টির রাজ্য কমিটি সদস্য বাসুদেব বসু। মোজাম্মেল হককে হারানোর বেদনা ব্যক্ত করে দীর্ঘদিনের পথ চলার সঙ্গীর বিভিন্ন গুণাবলী তুলে ধরেন অভিজিৎ মজুমদার। তিনি আজকের এই কঠিন সময়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান। বক্তব্য রাখেন সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকার, আরএসপি’র জেলানেতা বিকাশ সেন রায়, সিপিআই দার্জিলিং জেলা সম্পাদক অনিমেষ ব্যানার্জি, এসইউসিআই(সি) জেলা সম্পাদক গৌতম ভট্টাচার্য, সিটু সম্পাদক সমন পাঠক, ১২ জুলাই কমিটির মনোজ নাগ, বিরোধী নাগরিক মঞ্চের আহ্বায়ক অধ্যাপক অজিত রায়, শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি রূপক দে সরকার, ব্লাড ডোনার্সফোরামের পীযুষ রায়, এপিডিআর সংগঠক অভিরঞ্জন ভাদুড়ী, নাট্যকার পলক চক্রবর্তী, নর্থবেঙ্গল টি এমপ্লয়িজ ইউনিয়নের অভিজিৎ রায়, চা বাগান সংগ্রাম সমিতির শমীক চক্রবর্তী, লালিগুরাস সাংস্কৃতিক সংগঠনের শুভেন্দ্র তামাং, বিশিষ্ট সমাজসেবী শংকর পাল, পার্টির রাজ্য কমিটি সদস্য নব কুমার বিশ্বাস। সমস্ত বক্তারাই মোজাম্মেলের বিভিন্ন সময়ে যুক্ত আন্দোলনের উদ্যোগের কথা তুলে ধরেন। সিপিআই(এমএল) নিউ ডেমোক্রেসী ও পিসিসিসিপিআই(এমএল) শ্রদ্ধা নিবেদন করে।