যৌথ হকার মঞ্চের ডাকে দু’দিন ব্যাপী ৩-৪ আগস্ট অবস্থান হয় কলকাতা করপোরেশন অফিসের পাশে। ৩ তারিখ শ্রমমন্ত্রী বেচারাম মান্নার কাছে ডেপুটেশন দেওয়া হয়। শেষদিন ৪ আগস্ট সমাবেশ হয়। সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতৃত্ব বক্তব্য রাখেন। বিশেষ বক্তা ছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। এছাড়া বক্তব্য রাখেন এআইসিসিটিইউ’র পক্ষে দিবাকর ভট্টাচার্য, আইএনটিইউসি’র পক্ষে অসিত দাস, টিইউসিসি’র পক্ষে প্রবীর ব্যানার্জি, এআইটিইউসি’র পক্ষে সঞ্জীব ব্যানার্জি প্রমুখ। সভা পরিচালনা করেন নিলকমল চক্রবর্তী (সিআইটিইউ)। সভায় উপস্থিত ছিলেন হকার সংগঠন বীরসূলহাট লেদার হকার্স ইউনিয়ন ও কলকাতা হকার্স ফেডারেশনের নেতা মহঃ রুস্তম, মহঃ সাহাবুদ্দিন, মহঃ কলিম, মহঃ সনু, সাদ্দার; অশোক সেনগুপ্ত, শীলা দে সরকার, স্বপন রায় চৌধুরী, সুনীল মন্ডল, খোকন ঘোষ প্রমুখ।
মূল যে দাবিগুলি তোলা হয়,
১) অবিলম্বে কেন্দ্রীয় হকার আইন চালু করতে হবে,
২) হকারদের লাইসেন্স ও সচিত্র পরিচয়পত্র দিতে হবে,
৩) টাউন ভেন্ডিং কমিটি গঠন করতে হবে,
৪) পুলিশ ও সমাজবিরোধীদের জুলুম বন্ধ করতে হবে,
৫) রাজ্য সরকারকে উৎসবের সময় কমপক্ষে ২,০০০ টাকা অনুদান দিতে হবে,
৭) হকাররা যাতে কেন্দ্রীয় সরকারের ১০,০০০ টাকা ঋণ পায় তার ব্যবস্থা করতে হবে।