খবরা-খবর
নাগরিকদের উপর বিএসএফ’এর অত্যাচারের বিরুদ্ধে অবরোধ
against BSF

বিএসএফ’এর জুলুমবাজির বিরুদ্ধে ১৬ আগস্ট জলপাইগুড়ি জেলার সদর ব্লকের বেরুবাড়ি এলাকার সীমান্তের ওপারের ভারতীয় নাগরিক জনতা জলপাইগুড়ি-হলদিবাড়ি সড়ক অবরোধ করেন। অবরোধে সামিল হন ৫টি গ্রামের মানুষ। এর আগে বহুবার জেলাশাসক, মহকুমাশাসক ও পুলিশ প্রশাসনকে অভিযোগ জানালেও এই প্রশ্নে নির্লিপ্ত থাকে। ফলে বাধ্য হয়ে সীমান্তের মানুষজন পথ অবরোধে নামেন। নাগরিকদের এই আন্দোলনে সিপিআই(এমএল) লিবারেশনের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য হবিবর রহমান নেতৃত্ব দেন। এই অঞ্চলের বাসিন্দা জেলা কমিটির আরেক সদস্য হিমাংশু মজুমদারও ছিলেন। জেলাশাসক সীমান্ত রক্ষী বাহিনীদের সাথে কথা বলার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়। আগামীদিনে যদি আবার বিএসএফ অত্যাচার চালায় তাহলে সীমান্তের মানুষজন বৃহত্তর আন্দোলনে সামিল হবে।

খণ্ড-29
সংখ্যা-36