খবরা-খবর
এনআরসি ও আর্থিক সংকট নিয়ে মালদায় কনভেনশন

২২ অক্টোবর মালদহের কালিয়াচকে নজরুল ভবনে পার্টির জেলা কমিটি এক কনভেনশনের আয়োজন করে। কাশ্মীরের গণতন্ত্র হত্যা, এনআরসি এবং দেশের আর্থিক সংকট বিষয়ক আলোচনায় বক্তব্য রাখেন সিপিআই(এমএল) রাজ্য সম্পাদক পার্থঘোষ, জেলা সম্পাদক ইব্রাহিম শেখ, সিপিআই জেলা সম্পাদক গোপাল সিকদার ও আরএসপি জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে। সভা পরিচালনা করেন লুৎফর রহমান। গ্রামগুলির থেকে আগত বিশেষত মহিলাদের উপস্থিতি উল্লেখ্য। সভা শেষে মিছিল করে চৌরঙ্গী মোড়ে পথসভা সংগঠিত করা হয়। সেখানে বক্তব্য রাখেন সিপিএম মালদা জেলা সম্পাদক অম্বর মিত্র, সিপিআই(এমএল)-এর রাজ্য সদস্য নবকুমার বিশ্বাস ও তসলিম শেখ। বক্তব্যে বিজেপি সরকারের ফ্যাসিবাদের স্বরূপ উন্মোচন করে প্রতিরোধে শামিল হওয়ার আহ্বান জানানো হয়। কনভেনশনকে সফল করতে এলাকার বিভিন্ন স্থানে প্রচার এবং দশটি স্থানে ইতিপূর্বেই পথসভা করা হয়েছিল।

conv

 

পরদিন ২৩ অক্টোবর মানিকচকের গোপালপুর অঞ্চলের ৪ খাম্বার মোড়েও এনআরসি বিরোধী পথসভার আয়োজন করা হয়। সেটি ক্রমে জনসভার রূপ নেয়। আগেই গোটা পঞ্চায়েত জুড়ে প্রচার করা হয়েছিল। বক্তব্য রাখেন সাহেব শেখ, ইব্রাহিম শেখ ও নবকুমার বিশ্বাস। সিপিএম ও আরএসপি দলের স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

manik

 

খণ্ড-26
সংখ্যা-34