খবরা-খবর
এনআরসি-র বিরুদ্ধে প্রচার সভা জলপাইগুড়িতে

২ নভেম্বর জলপাইগুড়ি জেলার সীমান্ত অঞ্চল বেরুবাড়িতে এনআরসি-র বিরুদ্ধে এক প্রচার সভা অনুষ্ঠিত হয়। সীমান্তে সংখ্যালঘু মানুষের মধ্যে এক আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। পাশাপাশি স্থানীয় রাজবংশী মানুষের সাথে স্বাধীনতার সময় আগত মানুষ যারা বহু বছর ধরে বাস করছেন (স্থানীয়ভাবে যাদের ভাটিয়া বলা হয়) তাদের মধ্যে এক অবিশ্বাসের সংঘর্ষের পরিমন্ডল তৈরি হচ্ছে। ফ্যাসিস্ট বিজেপি সমগ্র সীমান্তে এনআরসি ও নাগরিকত্ব বিল হলে সংখ্যালঘু মানুষ বিতাড়িত হবে। এই প্রচার সভায় এনআরসি বাতিল ও ডিটেনশন ক্যাম্প বন্ধ করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন পার্টির রাজ্য কমিটি সদস্য অভিজিৎ মজুমদার, বাসুদেব বসু, জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য হবিবর রহমান, শ্যামল ভৌমিক, মুকুল চক্রবর্তী।

খণ্ড-26
সংখ্যা-35