বিবৃতি
আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের গ্রেপ্তারির বিরুদ্ধে তীব্র ধিক্কার, অবিলম্বে মুক্তির দাবি

১২ নভেম্বর এক প্রেস বিবৃতিতে সিপিআই(এমএল) লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ বলেন, ন্যায়সঙ্গত আন্দোলন আজ এরাজ্যে গর্হিত অপরাধ। সে আন্দোলন ছাত্র-ছাত্রীদের আন্দোলন হোক বা শ্রমিক-কৃষকের বেঁচে থাকার লড়াই হোক। এতটাই গণতান্ত্রিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার!

আজ তাই প্রত্যক্ষ করলেন আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা। রাস্তায় অবস্থান প্রতিবাদ থেকে চিত্তরঞ্জন পার্কের শিশু উদ্যানে তাঁদে নিয়ে গেল পুলিশ। তারপর যথারীতি স্থানীয় তৃণমূলী মাতব্বরদের হুমকি। উদ্যানে এসব চলবে না বলে হুমকি, অবশেষে পুলিশের গ্রেপ্তারি। সবটাই পূর্বপরিকল্পিত এবং নির্ধারিত। ১৫০ জন শিক্ষক-শিক্ষিকাকে গ্রেপ্তার করে লালবাজারে “নিরাপদ” আস্তানায় চালান দেয় পুলিশ। গণতন্ত্রের কি অপার মহিমা!! এই অবৈধ গ্রেপ্তারির তীব্র নিন্দা করছে সিপিআই(এমএল) লিবারেশন। অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে।

p ghosh

 

খণ্ড-26
সংখ্যা-36