গত ২২ অক্টোবর মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা ২ নং ব্লকে সিপিআই(এম-এল)-এর পক্ষ থেকে ডেপুটেশন সংগঠিত করা হয়। ডেপুটেশনে নেতৃত্ব দেন জেলা সম্পাদক রাজীব রায়। দাবি ছিল — ১। এমজিএনআরইজিএ প্রকল্পের কাজ দিতে হবে। বছরে ২০০ দিন কাজ ও ৬০০ টাকা মজুরি দিতে হবে। ২। পিএমএওয়াই প্রকল্পে সমস্ত গরিব মানুষের ঘর দেওয়ার ব্যবস্থা করতে হবে। ৩। শৌচাগার তৈরির নাম করে যে সমস্ত গরিব মানুষ থেকে টাকা জমা নিয়েও দীর্ঘদিন শৌচাগার থেকে বঞ্চিত তাদের শৌচাগার তৈরি করে দিতে হবে। ৪। অর্দ্ধেক টাকায় গ্যাস এবং বিনামূল্যে গ্রামীণ গরিবদের বিদ্যুৎ সরবরাহ করতে হবে। ৫। সরকারি প্রকল্পের নামে গাছ কাটা বন্ধ করতে হবে। এবং পুকুর - জলাশয় ভরাট বন্ধ করতে হবে। উপরি সেচের ব্যবস্থা করতে হবে। ৬। সংখ্যালঘু ও অন্যান্য ব্যাংক ঋণের ব্যবস্থা করতে হবে। ৭। বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা এবং কৃষক পেনশন এর ব্যবস্থা করতে হবে। সকলে মিছিল করে বিডিও অফিসে জমায়েত হয়। রাজীব রায় বক্তব্য রাখেন। তারপর ৬ জনের প্রতিনিধি দল ডেপুটেশনে আলোচনা করতে বিডিও-র কাছে যান। উপস্থিত ছিলেন জেলা কমিটি সদস্য অপুর্ব লাহিড়ী, বহরমপুর লোকাল কমিটির সম্পাদক রবি মন্ডল ও রাজ্য কমিটির সদস্য কমরেড সজল পাল ও অন্যান্য কর্মীরা। বিডিও সাহেব দীর্ঘ সময় প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। দাবিগুলো সম্পর্কে কিছু প্রশ্নে আশ্বাস দিয়েছেন। অনেক বিষয়ে উপর কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন।