আইসার প্রথম হুগলী জেলা সম্মেলন

কোন্নগরে সংঘটিত হল আইসা-র ১ম হুগলী জেলা সম্মেলন। পতাকা উত্তোলন, শহীদ স্মরণের পর সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক স্বর্ণেন্দু। রাজ্য কমিটির পক্ষ থেকে পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন শুভ্রদীপ অধিকারী। খসড়া প্রতিবেদন পেশ করেন জেলা প্রস্তুতি কমিটির তরফ থেকে সৌরভ। কৃষিজীবী, বন্ধ কারখানার শ্রমিক, মধ্যবিত্ত সহ সমাজের সর্বস্তর থেকে আগত গ্রাম ও শহরের ছাত্রছাত্রী প্রতিনিধিরা প্রতিবেদনের উপরে নিজ নিজ বক্তব্য রাখেন এবং নিজেদের জীবনযুদ্ধের অনুভূতি ও সংগঠনের সাথে নিজেদের কাজের অভিজ্ঞতা জানান। অন্যান্য জেলার আইসার কমরেডরাও কয়েকজন উপস্থিত ছিলেন এবং সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সিপিআই(এমএল) লিবারেশনের হুগলী জেলা সম্পাদক প্রবীর হালদার সহ অন্যান্য গণসংগঠনের কমরেডরা। বন্ধ গোঁদলপাড়া জুটমিলের শ্রমিক পরিবারের ছাত্রছাত্রী কমরেডদের ক্ষুরধার বক্তব্য সম্মেলনকে অন্যমাত্রায় পৌঁছে দেয়। এই সম্মেলন থেকে ৯ সদস্যের জেলা কমিটি নির্বাচিত হয়। নতুন জেলা কমিটি তার সম্পাদক হিসাবে সৌরভ রায় ও সভাপতি হিসাবে চন্দ্রনারায়ণ ব্যানার্জী (গুড্ডু)-কে নির্বাচিত করে। এছাড়া যুগ্ম সম্পাদক, সহ সভাপতি ও অফিস সম্পাদক হিসাবে যথাক্রমে তুষার দাস, অভীক সেন (সম্রাট) ও রণজয় সুর নির্বাচিত হন।

hg aisa

 

খণ্ড-26
সংখ্যা-33