খবরা-খবর
গ্রাম সভা : কালনায়

সিপিআই(এমএল) লিবারেশনের গ্রামে চলো কর্মসূচি হল কালনার অকালপৌষের ঝিকড়া গ্রামে। উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য কার্তিক পাল ও কৃষি ও গ্রামীণ মজুর সমিতির রাজ্য সভাপতি সজল পাল। ‘‘এনআরসি চাই না’’ এই আওয়াজ ওঠে গ্রাম সভায়। গ্রামের মানুষ তাঁদের দাবিগুলি নিয়ে আলোচনা করেন। ১০০ দিনের কাজ চাই, ফসলের নায্য মূল্য চাই, গ্রামের রাস্তাটি পাকা করার দাবি, বিধবা ও বার্ধক্য ভাতার দাবি সামনে আসে। কৃষিতে ব্যবহৃত সার, বীজ, ডিজেল ও ইলেকট্রিক সস্তায় সরবরাহের দাবিতে এবং এনআরসি-র বিরুদ্ধে জোটবদ্ধভাবে লড়াইয়ের অঙ্গীকারবদ্ধ হন সভায় উপস্থিত গ্রামবাসীরা।

খণ্ড-26
সংখ্যা-28