খবরা-খবর
বিজেপি নেতাদের নারীবিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে যাদবপুরে বিক্ষোভ, কুশপুতুল দাহ
“তোমার গায়ে অন্য গন্ধ
বাংলা তুমি এমন নও,
দাঙ্গাঁ তুমি ঘুমিয়ে পড়ো,
মানুষ তুমি চাঙ্গা হও।’’

সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে তারুণ্যের এই আহ্বান জানিয়ে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে ঘটে যাওয়া ফ্যাসিবাদের চোখ রাঙানির বিরুদ্ধে ২৪ সেপ্টেম্বর বিক্ষোভ দেখালো অ্যাপোয়া-আইসা-গণসংস্কৃতি পরিষদ। যাদবপুরের ৮বি বাস স্ট্যান্ডে। ভারতের যে ক’টা বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে, শিরদাঁড়া টান করে প্রতিবাদ প্রতিরোধ করে চলেছে, জেএনইউ-র পাশাপাশি তার অন্যতম নাম যাদবপুর বিশ্ববিদ্যালয়। তাই, এই যাদবপুরকে রাজনৈতিক মতাদর্শগতভাবে ‘শেষ’ করতে গেরুয়া বাহিনী কোমর বেঁধে নেমেছে। যাদবপুরের ছাত্রীদের বিরুদ্ধে দিলীপ ঘোষের অশালীন মন্তব্য, দৈহিকভাবে আক্রমণ করার প্রভৃতি নানা হুমকিকে নীরবে না মেনে তার বিরুদ্ধেই ছিল প্রতিবাদী কর্মসূচি। নিম্নচাপের ভ্রুকুটি, তুমুল বৃষ্টির মধ্যে ৮বি বাস স্ট্যান্ডে বিক্ষোভ চলে। পোড়ানো হয় কুশপুতুল। তুমুল শ্লোগানধ্বনির মধ্যে দিয়ে শেষ হয় কর্মসূচি। বক্তব্য রাখেন অ্যাপোয়ার নেত্রী ইন্দ্রানী দত্ত, চন্দ্রাস্মিতা, মিতালী, সম্প্রীতি; আইসার পক্ষে অভিজিত। শ্লোগানে নেতৃত্ব দেয় শুভ। ছাত্রছাত্রীদের প্রাণচঞ্চল উপস্থিতিতে গোটা কর্মসূচি সফল হয়ে ওঠে।

dve

 

খণ্ড-26
সংখ্যা-30