বিবৃতি
চা শ্রমিকদের বোনাস আদায়

তরাই সংগ্রামী চা শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি অভিজিৎ মজুমদার এক প্রেস বিবৃতিতে বলেন, উপর্যুপরি প্রলম্বিত ৫টি বৈঠকের ক্লান্তিকর টানাপোড়েনের ২২ সেপ্টেম্বর কলকাতার বেঙ্গল চেম্বার অফ্ কমার্সের সভাগৃহে উত্তরবঙ্গের চা শিল্পে কর্মরত ৩.৫ লক্ষ শ্রমিকেরা অনমনীয় মালিকপক্ষের কাছ থেকে ১৮.৫% বোনাস আদায়ে সমর্থহয়েছেন। তরাই সংগ্রামী চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জয়েন্ট ফোরামের সহযোদ্ধা নেতৃবৃন্দ ও অন্যান্য ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের সম্মিলিত ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে কিছুটা দেরীতে হলেও দাবি আদায়ে নিরন্তর প্রচেষ্টা বজায় রাখার জন্য অভিনন্দন জানাই। আমরা বিশ্বাস করি শ্রমিক সংগঠনগুলির ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে অচিরেই রাজ্য সরকারকে চা শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা করতে ও মালিক কর্তৃপক্ষদের তা মেনে নিতে বাধ্য করাতে পারবো।

খণ্ড-26
সংখ্যা-30