এনআরসি-র নামে আসাম সহ সারা দেশে হিন্দু-মুসলমান বিভাজনের চক্রান্ত ব্যর্থ করুন। আসামে সমস্ত ডিটেনশন ক্যাম্পের বিলোপ চাই। নাগরিকত্ব সংশোধনী বিল বাতিল করো। বিজেপি-আরএসএস এর দেশবিরোধী, নাগরিক বিরোধী সমস্ত অপচেষ্টা ব্যর্থ করুন। উত্তর-পশ্চিমে কাশ্মীর, উত্তর-পূর্বে আসাম — বিজেপি, আরএসএসের হিন্দুরাস্ট্র করে দাও নাকাম! পশ্চিমবঙ্গে এনআরসি লাগু করার ষড়যন্ত্র রুখে দিন।
এইসব শ্লোগানে ৯ সেপ্টেম্বর পার্টির দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে শিলিগুড়ি এয়ারভিউ মোড় থেকে একটি মিছিল হিলকার্ট রোড হয়ে শিলিগুড়ি পোস্ট অফিসের সামনে এসে শেষ হয়। সেখানেই একটি পথসভায় বক্তব্য রাখেন পার্টির রাজ্য কমিটির সদস্য বাসুদেব বোস, শিলিগুড়ি লোকাল কমিটির সম্পাদক মোজাম্মেল হক, জেলা সদস্য পুলক গাঙ্গুলী এবং শিলিগুড়ি লোকাল কমিটির সদস্য শাশ্বতী সেনগুপ্ত। সভাটি পরিচালনা করেন জেলা সম্পাদক অভিজিৎ মজুমদার। সকলেই আসামের এনআরসি প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেন এবং পশ্চিমবঙ্গ সহ দেশের অন্যান্য জায়গায় এনআরসি করার যে চক্রান্ত বিজেপি আরএসএস করছে তার বিরুদ্ধে সর্বস্তরে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন। এছাড়াও কাশ্মীরে ৩৭০ এবং ৩৫এ ধারা পুনর্বহাল করার পক্ষে সওয়াল করেন। মোদী সরকারের কৃষক ও শ্রমিক বিরোধী নীতির সমালোচনা সহ কলকারখানা ও একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীছাঁটাই ও বেসরকারীকরণের এবং ক্রমবর্ধমান বেকারত্ব ও অর্থনৈতিক সংকটের কারণে আশঙ্কা প্রকাশ করে তার বিরুদ্ধে সর্বাত্বক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার কথা বলেন। পথচলতি অনেককেই আগ্রহের সঙ্গে সভার বক্তব্য শুনতে দেখা যায়।