খবরা-খবর
পুর্বস্থলী ১নং ব্লকে ডেপুটেশন

গত ১৯ সেপ্টেম্বর পুর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১নং ব্লক অফিসে ডেপুটেশন সংগঠিত করা হয়। সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি ও সারা ভারত কৃষক মহাসভা এই ডেপুটেশনে নেতৃত্বে থাকে। এই এলাকায় দীর্ঘদিন তৃণমূল সন্ত্রাস দমন ও দুর্নীতি দলবাজি চালিয়ে যাচ্ছে। মানুষ ১০০ দিনের কাজ পাচ্ছে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকায় নাম তোলার জন্য আবেদন করা হয়েছে কিন্তু নতুন তালিকা প্রকাশ করা হল না। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ভর্তুকির টাকা নিয়েও চলছে দুর্নীতি। এই ডেপুটেশনের বিরুদ্ধে তৃণমূলের নেতা কর্মীরা ঘরে ঘরে প্রচার হুমকি চালিয়েছে। বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠীর ও রন্ধন কর্মীদের ভালো সংখ্যক মহিলারা তাদের নিজেদের দাবিতে স্বনির্ভর গোষ্ঠী সংগ্রাম কমিটি নামে এই ডেপুটেশনে অংশ গ্রহণ করতে উদ্যোগী হয়ে প্রচারে নেমেছিল এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে প্রচার করছিল। তাই এই ডেপুটেশনের ব্যাপারে এলাকায় চর্চা ও উত্তেজনা ছিল। এমনকি রাস্তায় দাঁড়িয়ে হুমকি দেওয়া হয়েছে কাউকে যেতে দেওয়া হবে না। এই অবস্থার মোকাবিলা করে ডেপুটেশন সংগঠিত করা হয়। যা এলাকায় ভালো সাড়া জাগিয়েছে। ডেপুটেশনে মহিলারা অল্প সংখ্যক উপস্থিত হলেও এখন মহিলারা জোরালোভাবে সংগঠিত হওয়ার উদ্যোগ চালিয়ে যাচ্ছেন।

দাবি ছিল — (১) সমস্ত গরিব মানুষকে ১০০ দিনের কাজ দিতে হবে। ন্যূনতম মজুরি কার্যকরি করতে হবে। (২) প্রতিটি গরিব পরিবারের বাস্তু ও ঘরের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন তালিকা প্রকাশ করতে হবে। (৩) স্বনির্ভর গোষ্ঠীগুলোকে সরকারের বিভিন্ন প্রকল্পে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সরকারী ভর্তুকি ও অনুদানের ব্যবস্থা করতে হবে। (৪) রন্ধন কর্মীদের মজুরি বাড়াতে হবে। উৎসব ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে। সরকারী কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে। (৫) ৬০ বছরের বেশি বয়সের সমস্ত গরিব মানুষের বার্ধক্য ভাতা ও মহিলাদের বিধবা ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে। (৬) শাঁকড়া ও খুজারী গ্রামের রাস্তা সংস্কার করতে হবে। (৭) আদিবাসী সম্প্রদায়ের বাস্তু রেকর্ড, আলচিকি ভাষায় শিক্ষা ও লোক শিল্পী ভাতার ব্যবস্থা করতে হবে। (৮) কৃষি ফসলের দেড়গুণ দাম দিতে হবে। ধানের সংগ্রহ মূল্য ২৩৫০ ও পাটের সংগ্রহ মূল্য কুইন্টাল প্রতি ৬০০০ টাকা করতে হবে।

খণ্ড-26
সংখ্যা-30