৩০-৩১ জানুয়ারির মধ্যরাতে জলপাইগুড়ি জেলার দীর্ঘদিনের সিপিআই(এমএল) সদস্য বাবু মজুমদার প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩। বাবু মজুমদার নকশালবাড়ি আন্দোলনের শুরুতে সর্বক্ষণের কর্মী হিসাবে কুচবিহার জেলায় কাজ করতেন। পরবর্তীতে জলপাইগুড়িতে ফিরে আসেন। ভারতীয় ডাকঘরে চাকরিতে যোগদান করেন। প্রথম থেকেই কর্মচারীদের সংগঠিত করার কাজে ইউনিয়নের কাজে যুক্ত হন। ন্যাশনাল ফেডারেশান অব পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়নের মূল সংগঠক হিসাবে জনপ্রিয় ছিলেন।
কমরেড বাবু মজুমদার লাল সেলাম।