খবরা-খবর
ন্যূনতম মজুরির দাবিতে চা শ্রমিকরা আন্দোলনের পথে
Tea workers are on the move

দেশ পদার্পণ করল স্বাধীনতার ৭৫তম বছরে।

আইন অনুযায়ী ন্যূনতম মজুরি শ্রমিকদের নায্য অধিকার। বর্তমান মালিকপক্ষ চা শ্রমিকদের এক্ষেত্রে বঞ্চনা করে যাচ্ছে। রাজ্য সরকার মালিকপক্ষের চাপের কাছে এই বঞ্চনার মোকাবিলা করার প্রশ্নে অপদার্থতা দেখিয়ে চলছে।

গত ১৪ এপ্রিল বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনে চা শ্রমিক সংগঠনগুলির যুক্তমঞ্চ জয়েন্ট ফোরামের আহ্বানে শিলিগুড়িতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক থেকে নায্য প্রাপ্য আদায়ে বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত গৃহীত হয়।

২ এপ্রিল শিলিগুড়িতে দাগাপুরে শ্রমিক ভবনে মন্ত্রী বেচারাম মান্নার উপস্থিতিতে বহু প্রতিক্ষিত ত্রিপাক্ষিক আলোচনাতেও চা শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়ে কোন সমাধান হয়নি। এরআগে ন্যূনতম মজুরির পরামর্শদাতা কমিটির ১৭তম বৈঠকে মালিকপক্ষ রাজ্য সরকারের কাছে ২১২ টাকা মজুরির প্রস্তাব জমা দেয়। প্রস্তাবটি ত্রিপাক্ষিক বৈঠকে সরকারীভাবে জানানো হলে প্রতিনিধিদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। ২০১৭ সালে চুক্তি শেষ হয়ে গেলেও ন্যূনতম মজুরির এখনো কোন সিদ্ধান্ত হয়নি। এপর্যন্ত ৫ দফায় রাজ্য সরকার মেমো জারী করে মজুরি বৃদ্ধি করেছে, যা নগণ্য। এরআগে শ্রমিক, মালিক, রাজ্য সরকার তিন পক্ষকে নিয়ে গঠিত ৩০ সদস্যের ন্যূনতম মজুরি পরামর্শদাতা কমিটির ১৭টি বৈঠক হয়েছে। ৭ বছর পেরিয়ে গেলেও আজও চা শ্রমিকদের ন্যূনতম মজুরি মেলেনি।

গত ২ এপ্রিলের ত্রিপাক্ষিক বৈঠকে মালিকপক্ষ ১৭.৫০ টাকা মজুরি বৃদ্ধির প্রস্তাব দেয়। স্বাভাবিকভাবেই চা শ্রমিক সংগঠনগুলি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। সেদিনই সমস্ত সংগঠন জরুরি ভিত্তিতে ১৪ এপ্রিল বসার সিদ্ধান্ত গ্রহণ করে।

তরাই-ডুয়ার্স পাহাড়ের প্রায় সমস্ত ইউনিয়ন শিলিগুড়ির মিত্র সম্মিলনী হলে মিলিত হয়। এআইসিসিটিইউ’র অন্তর্ভুক্ত তরাই সংগ্রামী চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অভিজিৎ মজুমদার ও বাসুদেব বসু প্রতিনিধিত্ব করেন। সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের চা শ্রমিক সংগঠনগুলির নেতৃত্ব অংশগ্রহণ করেন। বৈঠকে মালিকপক্ষের অনমনীয় মনোভাবের বিরুদ্ধে আইন মোতাবেক মজুরির দাবিতে পাহাড় থেকে তরাই ডুয়ার্স বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আগামী ১৯ এপ্রিল থেকে ২৬ এপ্রিল সমস্ত এরিয়া পর্যায়ে সর্বস্তরের নেতৃত্বের যৌথসভা অনুষ্ঠিত হবে। আগামী ২৪ এপ্রিল দার্জিলিং পাহাড়ে যৌথসভা অনুষ্ঠিত হবে। মজুরি বৃদ্ধি নিয়ে দার্জিলিং পাহাড়ের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। আগামী ২৯-৩০ এপ্রিল পাহাড় থেকে সমতল সকালে কাজে যাবার আগে সমস্ত বাগানের গেটে বৈঠক অনুষ্ঠিত হবে। ১ মে ঐতিহাসিক মে দিবসে বাগানে বাগানে যৌথ মিছিল অনুষ্ঠিত হবে। ৪ মে থেকে ১৫ মে সর্বস্তরে জোনাল কনভেনশন অনুষ্ঠিত হবে। আগামী ৬ জুন শিলিগুড়িতে তরাই-পাহাড়-ডুয়ার্স মিলিয়ে মহামিছিল উত্তরকন্যা অভিযান সংগঠিত হবে। সমস্ত চা শ্রমিকদের একটাই কথা

ন্যূনতম মজুরি দেনা হোগা,

জমিন কো পাট্টা দেনা হোগা!!”

খণ্ড-29
সংখ্যা-16