খবরা-খবর
কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে জেলাব্যাপী প্রতিবাদ
anti-people activities of the central and state governments

সিপিআই(এমএল) লিবারেশনের কেন্দ্রীয় কমিটির আহ্বানে দেশব‍্যাপী পেট্রোপণ্য সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূলবৃদ্ধির প্রতিবাদের অংশ হিসাবে, হাঁসখালি-সহ দিকে দিকে নারী নির্যাতনের প্রতিবাদে, দেশজুড়ে দাঙ্গা বাঁধানোর চক্রান্তের বিরুদ্ধে এবং বেকার যুবকদের চাকরির দাবিতে সিপিআই(এমএল) লিবারেশনের বজবজ বিধানসভা পশ্চিম এরিয়া কমিটির পক্ষ ‍থেকে গত ১২ এপ্রিল চড়িয়াল মোড়ে পথসভা করা হয়। এই সভায় বক্তব‍্য রাখেন সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির জেলা সম্পাদিকা কাজল দত্ত, সারা ভারত কিষাণ মহাসভার জেলা সম্পাদক দিলীপ পাল, বিপ্লবী যুব অ্যাসোসিয়েশনের রাজ‍্যনেতা শুভদীপ পাল, পার্টির জেলা সম্পাদক কিশোর সরকার। সমগ্র সভা পরিচালনা করেন সাবির (রাজা)। সভাকে কেন্দ্র করে মানুষের মধ‍্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই একই দাবিতে ১৪ এপ্রিল বজবজে কালুপুর থেকে চড়িয়াল পর্যন্ত এবং জেলা সদর বারুইপুরের মল্লিকপুরের বেশ কিছু জায়গায় পোস্টারিং করেন পার্টি কমরেডরা। ঐদিন বাখরাহাটে বুড়িরপোল নতুন রাস্তার মোড়ে পথসভা আয়োজিত হয়। বক্তব্য রাখেন সারাভারত কিষাণ মহাসভার জেলা সম্পাদক দিলীপ পাল, পার্টির জেলা সম্পাদক কিশোর সরকার, বিপ্লবী যুব অ্যাসোসিয়েশনের রাজ্য নেতা শুভদীপ পাল। সভা পরিচালনা করেন পার্টির বিষ্ণুপুর-সাতগাছিয়া লোকাল কমিটির সম্পাদক নিখিলেশ পাল। সভাস্থল হাতে লেখা পোষ্টার চাইনিজ রক্তপতাকা দিয়ে সুসজ্জিত করা হয়। আশেপাশের শ্রমজীবী জনতা ও বাজারের দোকান কর্মচারীবৃন্দ মনোযোগ দিয়ে বক্তাদের বক্তব্য শোনেন যা সভাস্থল থেকে পরিলক্ষিত হয়।

খণ্ড-29
সংখ্যা-16