সিপিআই(এমএল) লিবারেশনের বিহার রাজ্য সম্পাদক কুণাল, বিহার বিধানসভায় অশোক স্তম্ভের ওপর প্রতীক চিহ্নে উর্দু ভাষায় লেখা ‘বিহার’ লেখাটি মুছে দেওয়ার কড়া নিন্দা করে একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন এটি বিজেপি’র পরিকল্পিতভাবে ধর্মনিরপেক্ষতার মর্মে আঘাত।
তিনি বলেন, বিহার বিধানসভায় বিজেপি কোটায় স্পীকার হওয়া বিজয় সিনহার কোনও অধিকার নেই ‘বিহার’ প্রতীক চিহ্নে কোনভাবেই কোন কারচুপি করার। উক্ত প্রতীক চিহ্নের যে অংশে উর্দুতে ‘বিহার’ লেখা আছে তা মুছে ফেলা হয়েছে। এইভাবে প্রতীক চিহ্নটির বিজেপিকরণ করা হচ্ছে।
কুণাল বলেন, প্রতীকে ‘স্বস্তিক’ চিহ্ন বসানো হয়েছে, কিন্তু এটি হিটলারের ফ্যাসিস্ট জমানার রাষ্ট্রীয় প্রতীক। আমাদের দাবি, হয় পুরনো প্রতীক চিহ্ন ফিরিয়ে আনুন অথবা পুরনো প্রতীকের পরিবর্তে অশোক চক্র ব্যবহার করুন।