খবরা-খবর
আনিস হত্যার বিচারের দাবিতে উত্তাল কলকাতার রাজপথ
Kolkata are abuzz with demands for justice

গতকাল আরেকবার উত্তাল কলকাতার রাজপথ। ছাত্র আন্দোলনের নেতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিস খানের হত্যার ঘটনায় বিচার চেয়ে বাম ছাত্র-যুব সংগঠনগুলির ডাকে (এআইএসএ, এসএফআই, এআইএসএফ, আরওয়াইএ, ডিওয়াইএফআই ও অন্যান্য সংগঠন) ১ মার্চ শিয়ালদহ এবং হাওড়া থেকে কলেজ স্ট্রীট পর্যন্ত মিছিল হয় এবং কলেজ স্ট্রিটে সমাবেশে যোগ দেন বহু মানুষ; বুঝিয়ে দেন শাসকের চোখ রাঙানিকে উপেক্ষা করে, সমস্ত হামলা-মামলা অতিক্রম করে আন্দোলন চলবে। মিছিল এবং সমাবেশে আইসা’র কমরেডদের ফ্ল্যাগ-চাইনিজ-ব্যানার-প্ল্যাকার্ড সহযোগে উজ্জ্বল উপস্থিতি নজরে এসেছে অনেকেরই। সমাবেশে আইসা’র পক্ষ থেকে রাজ্য সভাপতি নীলাশীষ এবং আরওয়াইএ’র  রাজ্য সম্পাদক রণজয়ের সংগ্রামী বক্তব্যে উঠে এল তৃণমূল সরকারের একের পর এক স্বৈরাচারী আচরণের ইতিবৃত্ত — নরেন্দ্রপুরে আইসা কর্মীদের গ্রেপ্তারি, দেউচা-পাঁচামীতে রাষ্ট্রীয় আগ্রাসন, আনিসের হত্যা — সবকিছুর ইঙ্গিত একদিকেই — ২০২১’র বিধানসভা নির্বাচনে বাংলার মানুষের গণতন্ত্র, সামাজিক ন্যায়ের দাবিতে এবং ফ্যাসিবাদী বিপদ ও কর্পোরেট রাজের বিরুদ্ধে জনমতকে এই তৃণমূল সরকার কোনোভাবেই মান্যতা দিতে প্রস্তুত নয়। মিছিলের ব্যানারে অক্ষরে অক্ষরে এই সরকারের আমলে সংখ্যালঘু অংশের মানুষের দুর্দশার স্বরূপ তুলে ধরা হল মানুষের কাছে। গতকালের মিছিল ও সমাবেশে আন্দোলনকারীদের বক্তব্য থেকে স্পষ্ট কথা উঠে এলো একটাই — আনিস খানের হত্যার ঘটনায় সুবিচার, বাম আন্দোলনের কর্মীদের মুক্তির দাবির লড়াই, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই একই সুতোতে বাঁধা এবং বর্তমান সরকারের বিরুদ্ধে এই লড়াইয়ের তীব্রতা বাড়বে দিন দিন, প্রত্যেকদিন আন্দোলনের আগুন জ্বলুক বিরামবিহীন।

খণ্ড-29
সংখ্যা-9