আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ও প্রতিবাদের মুখ আনিস খানের হত্যা, পৌর নির্বাচনে সন্ত্রাস, বর্ধমান শহরে তুহিনা খাতুনকে তৃণমূল কাউন্সিলর কর্তৃক হত্যা, নরেন্দ্রপুর থানায় এআইএসএ-এআইপিডব্লিউএ কর্মীদের উপর নারকীয় অত্যাচারের বিরুদ্ধে, আনিস খান হত্যার জন্য দায়ী আমতার তৃণমূল বিধায়ক ও আমতা থানার ওসিকে গ্রেপ্তার এবং পরিবেশ বিরোধী দেউচা-পাঁচামী কয়লাখনি প্রকল্প বাতিলের দাবিতে ৪ মার্চ শিলিগুড়ি শহরে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করে সিপিআই(এমএল) লিবারেশন। মিছিল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে শুরু হয়ে হিলকার্ট রোড পরিক্রমা করে এয়ারভিউ মোড়ে সমাপ্ত হয়। মিছিলের শেষে বক্তব্য রাখেন পার্টির রাজ্য কমিটির সদস্য বাসুদেব বসু। মিছিলে নেতৃত্ব দেন পার্টির রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার, জেলা সম্পাদক পবিত্র সিংহ, শরৎ সিংহ, নেমু সিংহ, মোজাম্মেল হক, মুক্তি সরকার, মীরা চতুর্বেদী, শাশ্বতী সেনগুপ্ত, সুমন্তি এক্কা, কৃষ্ণপদ সিংহ প্রমুখ।