খবরা-খবর
ইউক্রেনে যুদ্ধের বিরুদ্ধে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল
Protests in Siliguri

রাশিয়া ইউক্রেন থেকে হাত ওঠাও!
অবিলম্বে সামরিক আগ্রাসন বন্ধ কর!

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন ও যুদ্ধ চালিয়ে যাওয়া অবিলম্বে বন্ধ করার দাবিতে, যুদ্ধের উস্কানিদাতা মার্কিন-নেটোর বিরুদ্ধে ও শান্তির সপক্ষে ১ মার্চ শিলিগুড়ি শহরে এক মিছিল হিলকার্ট রোড পরিক্রমা করে হাসমি চকে এসে শেষ হয়। মিছিলের শেষে বক্তব্য রাখেন পার্টির রাজ্য কমিটি সদস্য বাসুদেব বসু। মিছিলে নেতৃত্ব দেন পার্টির রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার, দার্জিলিং জেলা সম্পাদক পবিত্র সিংহ, জেলা কমিটি সদস্য শরৎ সিংহ, মোজাম্মেল হক, মুক্তি সরকার, মীরা চতুর্বেদী, শ্বাশ্বতী সেনগুপ্ত, সুমন্তি এক্কা, কৃষ্ণপদ সিংহ, গৌরী দে প্রমুখ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার বলেন, অবিলম্বে রাশিয়ার সামরিক আগ্রাসন বন্ধ করা সহ ইউক্রেন থেকে নিঃখরচায় সুরক্ষিতভাবে ভারতীয় ছাত্রদের দেশে ফিরিয়ে আনার দায়িত্ব দেশের সরকারকে নিতে হবে। পাশাপাশি আমেরিকা এবং নেটোকে যুদ্ধে উস্কানি দেওয়া বন্ধ করতে হবে।

খণ্ড-29
সংখ্যা-9