কুচবিহার শহরের ফিল্ম সোসাইটি হলে ৫ মার্চ সিপিআই(এমএল) লিবারেশনের ১৩তম কুচবিহার জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ৫৯ জন কর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনের প্রারম্ভে পতাকা উত্তোলন করেন বর্ষীয়ান নেতা মেহের আলি। সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সম্মেলনে পার্টির রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার, রাজ্য কমিটি সদস্য বাসুদেব বসু বক্তব্য রাখেন। রাজ্য কমিটি সদস্য চঞ্চল দাস উপস্থিত থাকেন। এছাড়াও পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ার থেকে বর্ষীয়ান নেতা সুশীল চক্রবর্তী, সুনীল রায় বক্তব্য রাখেন। সম্মেলনে প্রতিবেদন পেশ করেন বাবুন দে। প্রতিবেদনের উপর ১১ জন বক্তব্য রাখেন। প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার পর আগামী ২ বছরের জন্য ১১ জনের জেলা লিডিং টিম গঠিত হয়। মুকুল বর্মন সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনের শেষে সন্ধ্যাবেলা শহরের গুরুত্বপূর্ণ মোড় দেশবন্ধু বাজারের সামনে আগামী ২৮-২৯ মার্চ দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন পার্টির রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার, বাসুদেব বসু, মুকুল বর্মন, শ্যামল ভৌমিক, বিপ্লব দাস প্রমুখ।