২৩ মার্চ ভগৎ সিং, রাজগুরু ও শুকদেবের ৯১ তম শহীদ দিবসে সিপিআই(এমএল) লিবারেশন বেলঘরিয়া আঞ্চলিক কমিটির কার্যালয় উদ্বোধন হল। বেলঘরিয়া স্টেশনের পূর্বদিকে ফ্লাই ওভারের নিচে দীর্ঘ চল্লিশ বছরের পুরোনো পার্টি অফিসটি পুনঃনির্মাণ করা হয়েছে। কার্যালয়টি শহীদ কমরেড তপন শূর, শহীদ কমরেড বকুল সেন এবং প্রয়াত কমরেড নান্টু দে-র স্মৃতিতে উৎসর্গ করা হল। উদ্বোধন করেন পার্টির পলিটব্যুরোর সদস্য পার্থ ঘোষ। বক্তব্য রাখেন মিতালি বিশ্বাস, মাজাহার খান, পার্থ ঘোষ, বাসুদেব বসু এবং নবেন্দু দাশগুপ্ত। সুমেলি, মেহুলি, অয়ন্তিকা, বাবুনি ও সরিৎদের গান সমগ্র অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। বক্তারা রামপুরহাট গণহত্যার বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন। দেউচা-পাঁচামী কয়লাখনি প্রকল্প বাতিলের দাবি করা হয়। ২৮-২৯ মার্চ ধর্মঘট সফল করার আবেদন করা হয়।
স্থানীয় মানুষের উপস্থিতি ভালো ছিল। আশা করা যায় দ্রুত পার্টির কাজের বিস্তার ঘটাতে এই কার্যালয় এক কার্যকরি কেন্দ্র হয়ে উঠবে।