বর্ধমান জেলা দুটো ভাগে ভাগ হওয়ার পর পশ্চিম বর্ধমান জেলার প্রথম সম্মেলন কমরেড রবিন ঘোষ ও কমরেড মীরা সান্যাল নগর এবং কমরেড ব্রিজবিহারী পান্ডে ও কমরেড ধূর্জটিপ্রসাদ বক্সী মঞ্চ, আসানসোল বার এসোসিয়েশন হলে অনুষ্ঠিত হয়। স্বদেশ চ্যাটার্জী দ্বারা রক্তপতাকা উত্তোলন করার মধ্যে দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। প্রদীপ ব্যানার্জি, সন্ধ্যা দাস ও বাবুরাম দাস — এই তিনজন সদস্য নিয়ে সভাপতিমন্ডলী গঠিত হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অনুপ মজুমদার। এরপর রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদারের উদ্বোধনী বক্তব্যের পর সম্মেলনের মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রতিনিধিদের উদ্দেশে খসড়া প্রতিবেদন পাঠ করেন বিদায়ী জেলা সম্পাদক সুরেন্দ্র কুমার। ১১ জন মহিলা সহ মোট ৬৪ জন প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত ছিলেন। রাজ্য কমিটি থেকে পর্যবেক্ষক ছিলেন বাবলু ব্যানার্জি এবং অতিথি ছিলেন কার্তিক পাল। সবশেষে ১ জন মহিলা সহ মোট ১৩ জনের জেলা কমিটি নির্বাচিত হয় এবং নবনির্বাচিত জেলা কমিটি সুরিন্দর কুমারকে সম্পাদক পুনর্নির্বাচিত করে। আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।