গত ১০ মার্চ পুর্বস্থলী শ্রীনাথ সদনে পঞ্চদশ পুর্ব বর্ধমান জেলা সম্মেলন অনুষ্ঠিত হল জেলা কমিটির প্রয়াত সদস্য কমরেড সুনীল বসু নামঙ্কিত নগর ও শ্যামাপদ রায়, শান্তনু বক্সী ও তিনকড়ি ভট্টাচার্য সভগৃহ এবং কমরেড মলিনা ভট্টাচার্য, মীরা ব্যানার্জী ও কণা সরকার নামাঙ্কিত মঞ্চে। পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান এবং শহীদ স্মরণে নিরবতা পালনের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরে সম্মেলনের কাজ শুরু হয়। সম্মেলন পরিচালনা করেন জেলা কমিটি সদস্য রফিকুল ইসলাম। জেলা সম্পাদক সলিল দত্ত সম্মেলনে আগত প্রতিনিধিদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সুচনা করেন। পাঁচজনের সভাপতিমন্ডলী ও তিনজনের স্টীয়ারিং কমিটি গঠন হয়। সভাপতি মন্ডলীর সভাপতি নির্বাচিত হন অন্নদাপ্রসাদ ভট্টাচার্য। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের রাজ্য সম্পাদক বাবুনি মজুমদার ও শিল্পী মেঘনা মজুমদার। উদ্বোধনী বক্তব্য রাখেন সম্মেলনের রাজ্য কমিটির পর্যবেক্ষক তপন বটব্যাল। বিদায়ী সম্পাদক তাঁর খসড়া প্রতিবেদন পাঠ করার পর পলিট ব্যুরো সদস্য কার্তিক পাল বক্তব্য রাখেন। তারপর প্রতিনিধিদের বক্তব্য শুরু হয়। ২০ জন প্রতিনিধি প্রতিবেদনের উপর মতামত রাখেন। বিদায়ী সম্পাদকের জবাবী ভাষণের পর সংযোজন সংশোধনী সহ প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পর্যবেক্ষক কমিটি নির্বাচন পর্ব পরিচালনা করেন। সর্বসম্মতিতে ২৫ জনের নতুন জেলা কমিটি নির্বাচিত হয়। সলিল দত্ত জেলা সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হন।