পরিবহন ভবন অভিযান : মন্ত্রীকে ডেপুটেশন
Deputation to the Minister in wb

২৮ ফেব্রুয়ারি এআইসিসিটিইউ, সিআইটিইউ, সহ বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে পরিবহন ভবন অভিযান করা হয় এবং মন্ত্রীকে ডেপুটেশন দেওয়া হয়। প্রায় দুই সহস্রাধিক পরিবহন শ্রমিক এই কর্মসূচিতে সামিল হন। ডেপুটেশন প্রতিনিধিত্বকারী দলে ছিলেন এআইসিসিটিইউ’র পক্ষে দিবাকর ভট্টাচার্য, সিআইটিইউ’র পক্ষে সুভাষ মুখার্জি, আইএনটিইউসি’র পক্ষে মৃণাল বসু, এআইটিইউসি’র পক্ষে নওল কিশোর শ্রীবাস্তব প্রমুখ। ডেপুটেশনে পরিবহন শিল্পে ক্রমবর্ধমান অরাজকতা, দুর্নীতি, শ্রমিকদের উপর নামিয়ে আনা কালাকানুন ও যাত্রিদের হয়রানির বিষয়গুলিকে উল্লেখ করা হয়। বিশেষত রাজ্য সরকারি পরিবহন শিল্পের শত শত শ্রমিক কর্মচারিদের বেআইনি ছাঁটাই প্রত্যাহার, ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহাল সংক্রান্ত ত্রিপাক্ষিক চুক্তিকে মান্যতা দেওয়া, শ্রমিক কর্মচারিদের কো-অপারেটিভের টাকা ফেরত দেওয়া, চিকিৎসার সুবন্দোবস্ত করা এবং সমস্ত কন্ট্রাক্ট বা এজেন্সি শ্রমিকদের স্থায়ীকরণের দাবি জানানো হয়। পরিবহন মন্ত্রী সমস্ত বিষয়গুলিকে সহানুভূতির সাথে বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন।

সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয়। পুলিশ মিছিলের গতিরোধ করলে গনেশ চন্দ্র এভিনিউ অবরোধ করে সভা শুরু হয়। সভায় বক্তব্য রাখেন দিবাকর ভট্টাচার্য্য, গৌরাঙ্গ সেন (এআইসিসিটিইউ), সুভাষ মুখার্জি (সিআইটিইউ), মৃণাল বসু (আইএনটিইউসি), নওলকিশোর শ্রীবাস্তব (এআইটিইউসি) প্রমুখ। উপস্থিত ছিলেন এআইসিসিটিইউ নেতা প্রবীর দাস, স্বপন রায় চৌধুরী, অশোক সেনগুপ্ত, বিশ্বরঞ্জন সরকার, সুশান দেবনাথ ও বর্ষীয়ান নেতা অমলেন্দু ভূষণ চৌধুরী প্রমুখ। বক্তারা সভার মধ্য দিয়ে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেন — দ্রুত বিষয়গুলির নিষ্পত্তি না করা হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

খণ্ড-29
সংখ্যা-9