ফেব্রুয়ারি মাসের শেষে হুগলিতে এক বৈঠকে মিলিত হন কয়েকজন মহিলা, যাদের মধ্যে গৃহবধূ যেমন ছিলেন তেমনি ছিলেন শিক্ষিকা, ছাত্রী এবং শিক্ষান্তে কর্ম প্রচেষ্টায় রত মহিলারা। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় সকলের সুবিধা অসুবিধে দেখে মার্চের কোনো একদিন তাঁরা নারী দিবস উপলক্ষে কর্মসূচি উদযাপন করবেন। সেইমতো ১৯ মার্চ হুগলির ব্যান্ডেল চার্চের মোড়ে প্রগতিশীল মহিলা সমিতির পক্ষ থেকে কর্মসূচী নেওয়া হয়। গানে কথায় কবিতায় পালিত এই কর্মসূচিতে সকলেই উৎসাহের সাথে অংশ নেন। আবৃত্তি করেন শুক্লা চক্রবর্তী ও চন্দ্রানী ব্যানার্জী, গান গেয়ে শোনান সতী সেন ও গীতালী ব্যানার্জী, তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের পর একটি গান ও কবিতা বলেন ঋতা ব্যানার্জি। আয়োজকদের অনুরোধে বাচিক শিল্পী কিশোর চক্রবর্তী কবিতা পাঠ করেন। সমিতির নেত্রী চৈতালি সেন হুগলির নতুন এই জায়গায় মহিলা সমিতির কাজ শুরু করার জন্য সকলকে ধন্যবাদ জানান, তাঁর কথায় উঠে আসে দেউচা-পাঁচামী থেকে নরেন্দ্রপুরে মহিলাদের ওপর রাষ্ট্রের হামলা এবং আগামী ধর্মঘটে মহিলাদের লড়াই’এর কথা। মহিলাদের ওপর নির্যাতন, তাদের ওপর ঘটে চলা বৈষম্যে এবং লড়াইয়ের ছোট ছোট উদাহরণ তুলে ধরে সমগ্র অনুষ্ঠান সুন্দরভাবে সঞ্চালনা করেন ছাত্রী তিয়াসা রায়।