- ১) যে সব পড়ুয়ারা হোস্টেল পায়নি, তাদের জন্য অবিলম্বে হোস্টেলের ব্যবস্থা করতে হবে।
- ২) অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া যে সব পড়ুয়ারা হোস্টেল পায়নি, তাদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে, অর্থনৈতিক সাহায্য সুনিশ্চিত করতে হবে।
- ৩) পড়ুয়াদের সুবিধার্থে অবিলম্বে সংস্কৃত বিভাগের রেমেডিয়াল ক্লাস চালু করতে হবে।
- ৪) লিঙ্গুইস্টিক্স এবং ফিল্ম স্টাডিজ বিভাগে ইউজি কোর্স চালু করতে হবে।
- ৫) পড়ুয়াদের পঠনপাঠনের সুবিধার্থে এবং ভাষাবৈষম্য দূর করতে, প্রত্যেকটি বিভাগে অবিলম্বে “ল্যাঙ্গুয়েজ সেল” তৈরি করতে হবে।
- ৬) আর্টস ফ্যাকাল্টিতে প্রতিটি বিল্ডিংয়ে জেন্ডার নিউট্রাল টয়লেট বানাতে হবে এবং যে টয়লেট গুলো রয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার করানোর ব্যবস্থা কর্তৃপক্ষকে করতে হবে।
- ৭) কগনিটিভ সায়েন্স, সোসিওলজি, লিঙ্গুইস্টিকস সহ বিভিন্ন বিভাগের জন্য পর্যাপ্ত ক্লাসরুমের ব্যবস্থা করতে হবে।
- ৮) পিএইচডি সিট সংখ্যা প্রত্যেকটি বিভাগে বৃদ্ধি করতে হবে।
- ৯) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নন-নেট ফেলোশিপ চালু করতে হবে।
- ১০) প্রত্যেকটি বিভাগে, পর্যাপ্ত এবং কার্যকারি স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনের বন্দোবস্ত করতে হবে।
আরও কিছু দাবি সহ ২৩ মার্চ, ভগৎ সিং-শুকদেব-রাজগুরুর শহীদ দিবসে আইসা যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ৪নং গেট থেকে অরবিন্দ ভবন অবধি মিছিল, অবস্থান বিক্ষোভ সংগঠিত করা হয় এবং ডেপুটেশন দেওয়া হয়।