খবরা-খবর
আনিস হত্যার বিচার ও অন্যান্য দাবিতে কলকাতায় আইনজীবীদের মিছিল
demanding justice for Anis's murder

ছাত্রনেতা আনিস খানের হত্যার বিচার, পুলিশ মন্ত্রীর পদত্যাগ, দোষী ব্যক্তিদের শাস্তি ও সমস্ত বন্দীদের মুক্তির দাবিতে কলকাতায় গত ১ মার্চ আইনজীবীদের এক মিছিল সংঘটিত হয়। হাইকোর্টের ‘বি-গেটে’ বিকেলে জমায়েত হয়ে মিছিল শুরু হয়, সেখান থেকে ধর্মতলায় এসে সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে শেষ হয়। এআইএলএজে, এআইএলইউ, এলএসজেএইচআর সংগঠনের সদস্য সহ অন্যান্য প্রগতিশীল আইনজীবীরা এই মিছিলে সামিল হন। মিছিলে উপস্থিত ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুজয় ভট্টাচার্য, দিবাকর ভট্টাচার্য, রবিলাল মৈত্র, অরিন্দম ভট্টাচার্য, অভিজিৎ দত্ত, মিহির ব্যানার্জী, সব্যসাচী চক্রবর্তী, শামিম আহমেদ, সুপ্রিয় রায় চৌধুরী প্রমুখ। লইয়ার্স ফর ডেমোক্রেসী’র ব্যানারে এই কর্মসূচি করা হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন রবিলাল মৈত্র, দিবাকর ভট্টাচার্য, মিহির ব্যানার্জী, অরিন্দম ভট্টাচার্য প্রমুখ। বক্তারা জানান অবিলম্বে দাবিগুলির মীমাংসা না হলে রাজ্যব্যাপী আইনজীবীদের আন্দোলন আরো তীব্রতর করা হবে।

খণ্ড-29
সংখ্যা-9