বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভা নির্বাচনে পার্টি প্রার্থীর প্রচার জোরকদমে
Bishnupur municipality of Bankura is in full swing

বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভা নির্বাচনে ৫নং ও ৬নং ওয়ার্ডে সিপিআই(এমএল) লিবারেশন লড়ছে। প্রার্থী যথাক্রমে বিল্টু ক্ষেত্রপাল ও ফারহান হোসেন খান। সিপিআই(এম) সহ অন‍্যান‍্য বামপন্থী দল এই দুই ওয়ার্ডেই লিবারেশন প্রার্থীকে প্রকাশ‍্যে পূর্ণ সমর্থন দিয়েছে। অন‍্যান‍্য ওয়ার্ডগুলিতে লিবারেশনও বামপন্থী প্রার্থীদের সক্রিয় সমর্থন দিচ্ছে। ৬নং ওয়ার্ডে পার্টির রাজ‍্য কমিটি সদস‍্য তথা বিষ্ণুপুরের সংগঠক ফারহান হোসেন খান লড়ছেন তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে। এই টিএমসি নেতার বিরুদ্ধে মানুষের বিবিধ ক্ষোভ আছে। এই ক্ষোভকে কাজে লাগিয়ে গত বিধানসভা নির্বাচনে ব্যাপক লিড নিয়েছিল বিজেপি। কিন্তু বিজেপি’র বিধায়ক পরবর্তীতে তৃণমূলে যোগ দেন। এই দুইয়ের বিপরীতে ফারহান হোসেন খান দীর্ঘদিন ধরে এই এলাকায় বহুবিধ জনমুখি সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা রেখে এসেছেন; শ্মশান সংস্কার থেকে শুরু করে রাস্তার নিকাশি ব‍্যবস্থার উন্নতি, যুবদের ওপর পুলিশের অত‍্যাচারের বিরুদ্ধে হোক বা এলাকার পরিবেশ দূষণ প্রতিরোধে, অথবা পৌরসভার কর্মচারিদের অধিকার অর্জনের লড়াই। দিনে-রাতে যেকোনো সময় মানুষের বিপদে দাঁড়ানো, কোভিডের সময় খাবার বা ওষুধ সহ মানুষের কাছে থাকা, গরিব ঘরের বাচ্চাদের স্কুল চালানো, দুয়ারে সরকার কর্মসূচিতে মানুষের পাশে দাঁড়ানো ইত‍্যাদি দেখে ওয়ার্ডের যুবকদের অনেকেই ফারহানের হয়ে প্রচারে নেমেছে। বিধানসভা নির্বাচনে বিজেপি’র হয়ে খেটেছিল এমন বেশ কয়েকজন যুবকও বিজেপি ছেড়ে লিবারেশনের প্রচার করছে। বাড়ি বাড়ি প্রচার চলছে। প্রতিদিন ১৫-১৮ জন পাড়া প্রচারে অংশ নিচ্ছেন। অপরদিকে এসসি সংরক্ষিত ৫নং ওয়ার্ডের প্রার্থী বিল্টু ক্ষেত্রপাল এলাকার জনপ্রিয় যুবক, উচ্চশিক্ষিত, পরিশ্রমী এবং গৃহশিক্ষক হিসেবে সম্মানিত। এই ওয়ার্ডটি মূলত মধ্যবিত্ত শিক্ষিত মানুষের ওয়ার্ড। এই ওয়ার্ডেও পার্টির বাইরের বেশ কিছু যুবক বিল্টু ক্ষেত্রপালের পক্ষে প্রচারে নেমেছেন। বিল্টু ও ফারহানকে নির্বাচিত করার আহ্বান রেখে একটি প্রচারপত্র বানিয়ে বিলি করছেন এলাকার বিশিষ্ট নাগরিকেরা। পৌরসভার সাফাইকর্মীদের ইউনিয়ন জোরালোভাবে লিবারেশন প্রার্থীদের পক্ষে আছে। নির্বাচনী প্রচারে নাগরিক পরিষেবা ও গণতান্ত্রিক অংশীদারিত্বের প্রশ্নের সাথে স্বাভাবিকভাবেই উঠে আসছে পুরসভার এইসব কর্মীদের নির্দিষ্ট দাবিগুলিও। সব মিলিয়ে বিষ্ণপুর পুরসভা নির্বাচনে সিপিআই(এমএল) লিবারেশনের প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক সংগ্রামকে প্রসারিত করছে।

খণ্ড-29
সংখ্যা-7