নরেন্দ্রপুর থানার পুলিশী বর্বরতা, এআইএসএ এবং এআইপিডব্লিউএ কর্মীদের উপর নির্যাতনের বিরুদ্ধে, মিথ্যে মামলায় গ্রেপ্তার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নিঃশর্ত মুক্তির দাবিতে দক্ষিণ ২৪ পরগণার বজবজ ও বাখরাহাটে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়।
৯ ফেব্রুয়ারি দক্ষিণ ২৪ পরগণার বজবজ গ্রাম অঞ্চলে এআইএসএ, এআইপিডব্লিউএ, এআইএআরএলএʼর পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআই(এমএল) জেলা নেত্রী দেবযানি গোস্বামী, শ্যামসুন্দর গোস্বামী, অঞ্জনা মাল, আইসা নেত্রী অনিন্দিতা মালিক, যুবনেতা আশুতোষ মালিক সহ আরো অনেকে।
১০ ফেব্রুয়ারি বজবজ শহরে বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদক কিশোর সরকার, জেলা নেতা ইন্দ্রজিৎ দত্ত, এআইপিডব্লিউএ জেলা সম্পাদিকা কাজল দত্ত, আরওয়াইএ রাজ্য কমিটির সদস্য সেখ সাবির (রাজা) সহ আরো অনেকে।
ঐ দিন বাখরাহাটে আরওয়াইএ, আইসা, এআইপিডব্লিউএ, সিপিআই(এমএল)-এর নেতৃত্বে মিছিল সংগঠিত হয় স্থানীয় পার্টি অফিস থেকে। মিছিল শেষে বাখরাহাট স্কুল মোড়ে বক্তব্য রাখেন আরওয়াইএ-র রাজ্য কমিটি সদস্য শুভদীপ পাল। উপস্থিত ছিলেন সিপিআই(এমএল) জেলা নেতা দিলীপ পাল, লোকাল সম্পাদক নিখিলেশ পাল, এআইপিডব্লিউএ জেলা নেত্রী পূর্ণিমা হালদার, যুবনেতা সন্দীপ ধাড়া সহ আরো অনেকে।