আমরা হারালাম আমাদের সকলের প্রিয় বৌদি কমরেড মলিনা ভট্টাচার্যকে। ২২ ফেব্রুয়ারি সকালে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে কমরেড মলিনা ভট্টাচার্য পূর্ব বর্ধমান জেলার সদর ১নং ব্লকের ভান্ডারডিহি গ্রামে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি রেখে গেলেন তাঁর একমাত্র পুত্র কল্যাণ ভট্টাচার্য ও স্বামী কমরেড অন্নদাপ্রসাদ ভট্টাচার্য সহ আত্মীয় স্বজন ও গুণমুগ্ধ পার্টি কমরেডদের। তিনি ছাত্রজীবন থেকেই বাম আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। গণতান্ত্রিক মহিলা সমিতির সংগঠক এবং সিপিআই(এম) কর্মী ছিলেন। ৯০’র দশকে সিপিআই(এমএল) লিবারেশনের সাথে যুক্ত হন। বলাবাহুল্য, সেই থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সংগঠনের সদস্য ছিলেন। সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির পূর্ব বর্ধমান জেলা সভানেত্রী ছিলেন। তিনি পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক জীবনে ছিলেন অসীম ধৈর্য্যশীল, কঠোর পরিশ্রমী, সদাহাস্যময় মানবিক গুণসম্পন্ন ব্যক্তিত্ব। কমরেড ও জনগণের সাথে সব সময়ই দরদী ও মধুর ব্যবহার করতেন। তাঁর মৃত্যুতে পার্টি ও পরিবারের অপূরণীয় ক্ষতি হল। পূর্ব বর্ধমান জেলা কমিটি এই কমরেডের মৃত্যুতে শোকাহত এবং তাঁর পরিবারও শুভানুধ্যায়ীদের শোকের অংশীদার এবং এই কমরেডের জীবন আদর্শ থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান রাখছে।
কমরেড মলিনা ভট্টাচার্য লালসেলাম। কমরেডের স্মৃতি অবিনশ্বর হোক।