সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির ন্যায়, স্বাধীনতা ও সমতার লড়াই দীর্ঘজীবি হোক
Progressive Women's Association of India

আজকের দাবি

* মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধি রোধ কর!
* গ্যাসের সিলিন্ডারের দাম ৫০০ টাকা ধার্য কর!
* শিক্ষার অধিকার সংক্রান্ত আইনকে সম্প্রসারিত কর। বয়স সীমা বাড়িয়ে ১৪ থেকে ১৮ কর!
* কেজি থেকে পিজি স্তরের মেয়েদের অবৈতনিক ও উৎকৃষ্ট মানের শিক্ষা দিতে হবে!
* মেয়েদের শিক্ষা,স্বাস্থ্য, কাজ, সুরক্ষা সংক্রান্ত সংবিধান প্রদত্ত অধিকার গুলি নিশ্চিত কর!
* সমস্ত প্রকল্প কর্মীদের সরকারি কর্মচারি হিসেবে ঘোষণা কর!
* জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মেয়েদের উপর মৌলবাদী ও রাষ্ট্রীয় হামলা বন্ধ কর!

খণ্ড-29
সংখ্যা-7