বিবৃতি
ভারতের কলকাতায় আইসা-সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের ওপর হামলা ও ৯ জনকে গ্রেফতারের প্রতিবাদ
AISA were attacked

অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি

(প্রতিবেশী বাংলাদেশের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটি গত ১১ ফেব্রুয়ারি এক প্রেস বার্তা পাঠায়)

ভারতের কলকাতায় প্রতিবাদ কর্মসুচি চলাকালীন সময়ে এআইএসএ, এআইপিডব্লিউএ সহ বিভিন্ন বামপন্থী সংগঠনগুলোর নেতাকর্মীদের ওপর পুলিশের বর্বর হামলা ও ৯ জনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক শোভন রহমান এক যুক্ত বিবৃতিতে বলেন, দলিত অধিকারকর্মী শরদিন্দু উদ্দীপন’এর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া বিষয়ে পুলিশী হেনস্থা ও মামলা দায়ের করায় এর বিরুদ্ধে গত ৭ ফেব্রুয়ারি কলকাতার নরেন্দ্রপুর থানার সামনে প্রতিবাদ কর্মসুচি পালন করছিল এআইএসএ সহ বামপন্থী সংগঠনগুলোর নেতাকর্মীরা। সেই কর্মসুচিতে পুলিশ বর্বর হামলা চালায় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৯ জনকে গ্রেফতার করে অজামিনযোগ্য ধারায় মামলা দেওয়া হয়। ইতিমধ্যে দুইজনকে জামিন দেওয়া হলেও বাকিরা এখনও বন্দী অবস্থায় আছেন। আমরা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি দমন-পীড়ন কোনও গণতান্ত্রিক শাসনের উদাহরণ হতে পারে না। এই দমন-পীড়নের বিরুদ্ধে বিশ্বব্যাপী ছাত্র ও যুবসমাজকে সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন এবং চলমান আন্দোলনের সাথে সংহতি জ্ঞাপন করেন।

খণ্ড-29
সংখ্যা-7