(প্রতিবেশী বাংলাদেশের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটি গত ১১ ফেব্রুয়ারি এক প্রেস বার্তা পাঠায়)
ভারতের কলকাতায় প্রতিবাদ কর্মসুচি চলাকালীন সময়ে এআইএসএ, এআইপিডব্লিউএ সহ বিভিন্ন বামপন্থী সংগঠনগুলোর নেতাকর্মীদের ওপর পুলিশের বর্বর হামলা ও ৯ জনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক শোভন রহমান এক যুক্ত বিবৃতিতে বলেন, দলিত অধিকারকর্মী শরদিন্দু উদ্দীপন’এর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া বিষয়ে পুলিশী হেনস্থা ও মামলা দায়ের করায় এর বিরুদ্ধে গত ৭ ফেব্রুয়ারি কলকাতার নরেন্দ্রপুর থানার সামনে প্রতিবাদ কর্মসুচি পালন করছিল এআইএসএ সহ বামপন্থী সংগঠনগুলোর নেতাকর্মীরা। সেই কর্মসুচিতে পুলিশ বর্বর হামলা চালায় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৯ জনকে গ্রেফতার করে অজামিনযোগ্য ধারায় মামলা দেওয়া হয়। ইতিমধ্যে দুইজনকে জামিন দেওয়া হলেও বাকিরা এখনও বন্দী অবস্থায় আছেন। আমরা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি দমন-পীড়ন কোনও গণতান্ত্রিক শাসনের উদাহরণ হতে পারে না। এই দমন-পীড়নের বিরুদ্ধে বিশ্বব্যাপী ছাত্র ও যুবসমাজকে সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন এবং চলমান আন্দোলনের সাথে সংহতি জ্ঞাপন করেন।