রাজ্যে বন্ধ হওয়া জুটমিলগুলি খোলা, চটকলে ন্যূনতম ২৬,০০০ টাকা মজুরি সহ সহ ১২ দফা দাবিতে ৮ ফেব্রুয়ারি চটকলের ২১টি ইউনিয়নের পক্ষ থেকে কলকাতা বিবাদী বাগে আইজেএমএ দপ্তরের সামনে ভুখ হরতাল দিবস পালিত হয়। একই সাথে রাজ্যজুড়ে চটকলের গেটে বিক্ষোভ প্রদর্শন হয়। বেঙ্গল চটকল মজদুর ফেডারেশন সহ বিভিন্ন ইউনিয়ন অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন বিসিএমএফ রাজ্য সম্পাদক অতনু চক্রবর্তী, রাজ্য নেতা শম্ভু ব্যানার্জি, মাজাহার খাঁন, বটকৃষ্ণ দাস প্রমুখ। উপস্থিত থাকেন রাজ্যনেতা দেবব্রত ভক্ত। অবস্থান মঞ্চে গণসঙ্গীত পরিবেশন করেন নীতীশ রায়।