শিলিগুড়িতে পৌরপ্রার্থী সহ প্রচার
municipal candidates in Siliguri

৭ ফেব্রুয়ারি শিলিগুড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডের সিপিআই(এমএল) মনোনীত প্রার্থী মোজাম্মেল হক (মোজামিল)-এর সমর্থনে গোটা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এক বর্ণাঢ্য মিছিল পরিক্রমা করে। ওয়ার্ডের নিকাশি-ব্যবস্থা সহ বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রচার চলাকালীন বক্তব্য রাখেন রাজ্য কমিটি সদস্য বাসুদেব বোস, প্রার্থী মোজাম্মেল হক, জেলা কমিটি সদস্য মুক্তি সরকার প্রমুখ। গণসঙ্গীত পরিবেশন করেন মীরা চতুর্বেদী। এলাকার বেশ কিছু মানুষ বিভিন্ন পর্যায়ে প্রচারে অংশ নেন। মিছিলের নেতৃত্ব দেন দলের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার, জেলা সম্পাদক পবিত্র সিংহ প্রমুখ।

খণ্ড-29
সংখ্যা-6