অশোকনগর-কল্যাণগড় পৌর নির্বাচনে নাগরিক স্বাচ্ছ্যন্দের দাবিতে প্রচার
Ashoknagar-Kalyangarh municipal election

অশোকনগর-কল্যাণগড় পৌরসভার ১৩ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন এলাকার জনপ্রিয় গণ সাংস্কৃতিক আন্দোলনের কর্মী, সমাজ সেবক তথা সিপিআই(এমএল) লিবারেশনের লোকাল সম্পাদক অনুপ মজুমদার (বাবুনি)। ৬ হাজারের অধিক ভোটারের বেশিরভাগের বাড়ি পৌঁছে গেছেন তিনি। মূলত: পৌর উন্নয়নে নাগরিকদের অংশ সুনিশ্চিত করার বার্তা নিয়ে তাঁর প্রচার। শ্রমজীবী অধ্যুষিত এই এলাকায় অসংগঠিত শ্রমিকদের সামাজিক নানা প্রকল্পের প্রতি রাজ্য সরকারের বঞ্চনা, জল নিকাশি ব্যবস্থার উন্নতি, সংখ্যালঘু এলাকায় পৌর উদ্যোগে কবরস্থান তৈরি, জলাশয়গুলির উন্নয়ন, শহুরে বেকারদের জন্য ১০০ দিন কাজ চালু, ওএনজিসি প্রকল্পে স্থায়ী/অস্থায়ী কর্মী নিয়োগে পৌরসভার নিরপেক্ষ তদারকি প্রভৃতি দাবি প্রচারে তুলে ধরা হচ্ছে। গত ১৬ তারিখ নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মধ্যে দিয়ে আরো নিবিড় প্রচারে জোর দেওয়া হচ্ছে। বাম ঐতিহ্য সম্পন্ন এই ওয়ার্ডের বাম আন্দোলনকে পুন:জাগরণ ঘটাতে এই নির্বাচনকে এক শক্তিশালী হাতিয়ার হিসাবে ব্যবহার করতে কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।

খণ্ড-29
সংখ্যা-7