দেউচা-পাঁচামী কয়লা খনি প্রকল্প প্রত্যাহার করার দাবি সংক্রান্ত বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও ব্যক্তিদের এক যৌথ বিবৃতি প্রকাশ হয়েছে গত ৩ জানুয়ারি কলকাতা প্রেস ক্লাবে। বিবৃতির মূল মূল বিষয়গুলি এই পত্রিকার বিগত বর্ষশেষ সংখ্যায় প্রথম পাতায় প্রকাশিত হয়েছে। উপরোক্ত বিবৃতিতে স্বাক্ষরকারী বিশিষ্ট ব্যক্তিবিশেষ ও সংগঠনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘জনস্বার্থ’ দেখার নামে স্থানীয় ব্যাপক আদিবাসী ও অআদিবাসী নির্বিশেষে অধিবাসী উচ্ছেদ, পরিবেশগত বিপর্যয় ডেকে আনা, ভয়ভীতি ছড়ানো, দমন নামানো ইত্যাদি মূল্যে এক অগণতান্রিক উপায়ে জনস্বার্থ বিরোধী প্রকল্প রূপায়ণের বিরুদ্ধে সমস্ত গণতান্ত্রিক ও প্রগতিশীল জনগণ ও শক্তিকে ঐক্যবদ্ধ বিরোধিতায় সোচ্চার ও সক্রিয় হতে এগিয়ে আসুন।
এই আবেদনপত্রে স্বাক্ষর করেছেন,
পার্থ ঘোষ, অভীক সাহা, প্রসেনজিৎ বসু, অভিজিৎ মজুমদার, সঞ্জীব মুখার্জি, সাগুন হেমব্রম, অমর্ত্য রায়, কুমার রাণা, অনিন্দ্য সরকার, মলয় তেওয়ারি, শুভপ্রতীম, সুরিন্দর সিং, জয়তু দেশমুখ, প্রবীর মিশ্র, জগন্নাথ টুডু, ইন্দ্রানী দত্ত, সুফিয়া খাতুন, সমর বাগচি, অজিত রায়, পানমুনি হাঁসদা, পার্থ চৌধুরী, নব দত্ত, শামিম আহমেদ, সরস্বতী বেসরা, বোবাই হেমব্রম, বুধি টুডু, সোমনাথ চ্যাটার্জি, মীর রাকেশ রৌশান, স্বর্ণেন্দু মিত্র, রণজয় সেনগুপ্ত, শরদিন্দু বিশ্বাস, সন্দীপ রায়, সজল অধিকারী, মোহন মন্ডল, বাসুদেব ব্যানার্জী, অম্লান ভট্টাচার্য, মঙ্গল হাঁসদা, সুনিরাম মুর্মু, পরিমল মুর্মু, অনন্ত হাঁসদা, রতন হেমব্রম, সিপিআই(এমএল) লিবারেশন, স্বরাজ ইন্ডিয়া, আদিবাসী সংঘর্ষ মোর্চা, ইয়ং বেঙ্গল, আমরা - এক সচেতন প্রয়াস, এআইসিসিটিইউ, সারা ভারত কিসান মহাসভা, জয় কিষাণ আন্দোলন (সংযুক্ত কিষাণ মোর্চা শরিক), দেউচা-পাঁচামী ভূমিরক্ষা কমিটি, সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি, মহিলা স্বরাজ, ফ্যাসিবাদ-বিরোধী নাগরিক মঞ্চ (শিলিগুড়ি), বীরভূম গগ গাঁওতা, দামামা নাট্য সংস্থা, নাগরিক মঞ্চ, সাহিত্যিক, আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ, খেড়োয়াল ভাষা বন্ধন কমিটি, হড় সমাজ সুসৌরিয়া, মহলন্দী নাগরিক মঞ্চ, অল ইণ্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন, জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্ক, কালধ্বনি, সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি, উৎনৌ, পিইউসিএল, সান্তাড় মহল মারাংবুরু সমিতি, সিধো কানু চাঁদ ভৈরোব সেবাদল, আদিবাসী যৌয়ন গাঁওতা, ‘ল’ বীর মানঝি জলাবাঁধ, সাঁওতাল ইতিহাস সংসদ।