দাবি একটাই—ক্যাম্পাস খোলা চাই
The only demand

এখন দাবি একটাই — ক্যাম্পাস খোলা চাই। ২৫ জানুয়ারি, এই শ্লোগান সামনে রেখে কলেজ স্কোয়ার থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় অবধি মিছিলে সামিল হয় আইসা, পিডিএসএফ সহ অন্যান্য ছাত্রসংগঠনের বহু প্রতিবাদী ছাত্রছাত্রী। মিছিল শেষে প্রেসিডেন্সির সামনে সংক্ষিপ্ত পথসভা থেকে বক্তারা স্কুল-কলেজ ক্যাম্পাস খোলা নিয়ে রাজ্য সরকারের উদাসীনতার বিরুদ্ধে বক্তব্য রাখেন। আইসা’র পক্ষ থেকে বক্তব্য রাখেন কলকাতা জেলা কমিটির সদস্য ও যাদবপুর ইউনিটের সভাপতি রুদ্র প্রভাকর।

সমগ্র কর্মসূচি সেরে ফেরার সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা আইসা’র ছাত্রী সদস্যদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করে। পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও এই বিষয় নিয়ে তাদের বরাবরের মতো কোনও ভূমিকা ছিল না। মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সাথীরা ফের কলেজ স্ট্রীট চত্বরে বিক্ষোভে ফেটে পড়ে এবং তৃণমূল সরকারের পুলিশের উদ্দেশ্যে তীব্র ধিক্কার জানায়।

খণ্ড-29
সংখ্যা-4