স্মরণসভা
Memorial

১৯৮১ সালের ২১ জানুয়ারি মৌলালি ডেন্টাল কলেজের সামনে কংগ্রেসী গুন্ডাদের বোমায় শহীদ হন আবসা নেতা কমরেড প্রশান্ত পাল ও পথের হকার শ্রমজীবী নিমাই দাস। তাঁদের স্মরণ করে শহীদ দিবস পালন করা হয় মৌলালি ডেন্টাল কলেজের প্রবেশদ্বারের পাশে শহীদ বেদীর সামনে, হাওড়ার বালিতে, উত্তর ২৪ পরগণার বেলঘরিয়া ৪নং রেলগেটের সংলগ্ন এলাকায় এবং বারাসাত স্টেশনে।

শহীদ দিবসের আহ্বান, ক্যাম্পাস হোস্টেলে গণতন্ত্র রক্ষার লড়াই জোরদার কর।

খণ্ড-29
সংখ্যা-4